Wayanad Landslide Updates: ওয়ানাডে মৃত্যু এখনই প্রায় ৩০০! বিধ্বস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন রাহুল গান্ধী...

Wayanad Landslide Updates: ওয়ানাডের ভয়াবহ ভূমিধস উসকে দিল হিমাচলের হাড়হিম করা স্মৃতি। ভয়াবহ ভূমিধস কেরালার ওয়ানাডে। প্রথম দফায় খবর এসেছিল মৃত কমপক্ষে ২৪। তারপর থেকেই শুধুই লাফিয়ে-লাফিয়ে বেড়েছে ডেথ-টোল। এখন প্রায় ৩০০!

| Aug 01, 2024, 18:38 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়ানাডের ছবি ক্রমশ আরও মর্মান্তিক হয়ে উঠছে। একদিনের মধ্যে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে-লাফিয়ে। শেষ পাওয়া খবর পর্যন্ত ওয়ানাডে মৃতের সংখ্যা ২৮৮ জন! ভয়াবহ ভূমিধস উসকে দিল হিমাচলের হাড়হিম করা স্মৃতি। ভয়াবহ ভূমিধস কেরালার ওয়ানাডে। প্রথম দফায় খবর এসেছিল মৃত কমপক্ষে ২৪। তারপর থেকেই শুধুই লাফিয়ে-লাফিয়ে বেড়েছে ডেথ টোল। বেড়েছে আহতের অসংখ্য। আরও শতাধিকা মানুষের আটকে থাকার আশঙ্কা। বাড়তে পারে হতাহতের সংখ্যা।

1/6

ভয়াবহ ভূমিধস

কেরালার ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার শেষ পাওয়া খবরে ছিল ১০০-র মতো। তখনও পর্যন্ত আহত কমপক্ষে ১১৬।

2/6

২৮৮/২০০

আজ, শুক্রবারই সংখ্যাটা ভয়ংকর রকম ঊর্ধমুখী। এখনই তা প্রায় ৩০০-- ২৮৮! আরও বাড়তে পারে তা। বাড়ছে আহতের সংখ্যাও। যা এখন ২০০-র মতো! 

3/6

উদ্ধারকাজ

তবে দুর্যোগের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোথাও এতটুকু শৈথিল্য ঘটেনি। তাঁদের সম্মিলিত চেষ্টায় মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে।

4/6

রাহুল-প্রিয়াঙ্কা

আজ ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁরা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন। রাহুল গান্ধী সেখানে দুর্গতদের সমবেদনাও জানিয়েছেন মর্মস্পর্শী ভাষায়। 

5/6

কেন ধস

জানা গিয়েছে নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে ওয়ানাডের মেপ্পাডির পার্বত্য এলাকায়। ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। 

6/6

বিপর্যয় মোকাবিলা

তবে সবচেয়ে দুঃখের যে, প্রায় আড়াইশো মানুষ এখনও নিখোঁজ। কোনও ভাবেই তাঁদের খোঁজ মিলছে না!