Weather Today: দুদিন ধরে শিলাবৃষ্টি সহ প্রবল দুর্যোগের পূর্বাভাস!

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে। তবে বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়বে। তবে এপ্রিলে রাজ্যের কোথাও আর তাপপ্রবাহ বা লু- বইবার কোনও সম্ভাবনা নেই। 

Apr 25, 2023, 12:43 PM IST
1/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। এমনই পূর্বাভাস দিল মৌসম ভবন। 

2/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

১১ রাজ্য়ে দুদিন ধরে দুদিন ধরে শিলাবৃষ্টি সহ প্রবল দুর্যোগের পূর্বাভাস ভারতীয় মৌসম ভবনের।     

3/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

মৌসম ভবন জানিয়েছে, ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও তেলেঙ্গানায়।     

4/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

একইসঙ্গে আজ ২৫ এপ্রিল শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ ও সিকিমে।   

5/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

পাশাপাশি, ২৭ তারিখ শিলাবৃষ্টি হতে পারে ওড়িশায়।   

6/6

ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও!

Heavy rainfall with hailstorm

অন্যদিকে মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানাতেও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।