আজ মরসুমের শীতলতম দিন, আগামী ৪৮ ঘণ্টায় ১১ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা

Dec 19, 2020, 09:01 AM IST
1/5

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কেটেও শীতের দেখা মিলছিল না। অবশেষে স্বস্তি শীত প্রিয় রাজ্যবাসীর। রাজ্যে ঢুকল শীত। সকাল থেকেই শীতের মেজাজ টের পেয়েছে রাজ্যবাসী।

2/5

পূর্বাভাস ছিলই। সেই মতোই শীতের ইনিংস শুরু হল রাজ্যে। গতকাল ১৬.৩ ডিগ্রি তাপমাত্রা থেকে আজ একধাক্কায় ১৩.১ ডিগ্রি পড়ল পারদ।

3/5

 কাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক এর থেকে ২ ডিগ্রি বেশি ছিল।

4/5

হাওয়া অফিস সূত্রের খবর, অন্তত মঙ্গলবার পর্যন্ত শীতের এই আমেজ চলবে। তারপর উষ্ণতা বাড়বে রাজ্যে।

5/5

অনেক দিন ধরে টালবাহানার পর অবশেষে শীতের দেখা মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আজই মরসুমের শীতলতম দিন। পারদ পতন হতে পারে ১১ ডিগ্রিরও নিচে।