করফাঁকি আটকাতে কড়া উদ্যোগ রাজ্য সরকারের

Feb 22, 2019, 17:08 PM IST
1/6

কর ফাঁকি আটকাতে রাজ্যে নতুন ডাইরেক্টরেট তৈরি করল রাজ্য সরকার।

2/6

অর্থ দফতরের  অধীনে এই নতুন ডাইরেক্টরেটের নাম Directorate Of Revenue Intelligence And Enforcement।

3/6

নতুন এই ডাইরেক্টরেটের সদর দফতর হবে কলকাতায়। রাজ্যজুড়ে কাজ করবে ৭ টি শাখা।

4/6

এর কাজ হবে আবগারি, কমার্শিয়াল ট্যাক্স, রাজ্য লটারি, রেজিস্ট্রেশন ইত্যাদি ক্ষেত্রে কর ফাঁকি আটকানো।

5/6

এই ৪টি ক্ষেত্রে রাজ্যে প্রতি বছর প্রায় ১০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি যায়। সেই করফাঁকি আটকাতেই এই উদ্যোগ।

6/6

পাশাপাশি, এদিন এক্সাইজ ডাইরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিরেক্টর হলেন রনধীর কুমার।