Summer Holiday: স্কুল পড়ুয়াদের স্বস্তি দিল লোকসভা ভোট, এক ধাক্কায় গরমের ছুটি বাড়ল বেশ কয়েকদিন

Apr 01, 2024, 15:25 PM IST
1/5

লোকসভা ভোটের কারণে স্বস্তি স্কুল পড়ুয়াদের। এখনই যে গরম পড়েছে তাতে বাইরে বের হল এখনই টোস্ট হয়ে যেতে হয়, সঙ্গে প্রবল অস্বস্তি। এরকম এক অবস্থায় কচিকাঁচাদের স্বস্তি দিল রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের জন্য স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়  

2/5

রাজ্যের স্কুলগুলিতে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি। বিজ্ঞিপ্ত প্রকাশ করে এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়  

3/5

আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফা থেকেই রাজ্যে ভোটগ্রহণ।  লক্ষ্যনীয় বিষয় হল গরমের ছুটির জন্য যে নির্ধারিত দিন ছিল তার আগেই রাজ্যের স্কুলগলিতে গরমের ছুটি পড়ে যাচ্চে। ঠিক ছিল ৯ মে থেকে গরমের ছুটি পড়বে। কিন্তু তার জায়গায় ৩ দিন আগেই ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। সবেমিলিয়ে গরমের ছুটি এবার বাড়ল ১২ দিন। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়  

4/5

আগামী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ভোটের জন্য ছুটি থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির স্কুলগুলিতে। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়  

5/5

২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল মোট ৪ দিন ছুটি থাকবে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরের স্কুলগুলি বন্ধ থাকবে। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়