1/5
2/5
photos
TRENDING NOW
3/5
মেট্রোর কাজের জেরে বার বার এই ফাটলের ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি রেল বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন এই ঘটনায়। অন্যদিকে আজই এই ঘটনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসে চার পক্ষ। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপদের অফিসে পুর প্রতিনিধি, সাংসদ, কেএমআরসিএল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দেড় ঘণ্টার বৈঠক হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর বুধবার বৌবাজার নিয়ে শ্বেতপত্র প্রকাশের আশ্বাস দিয়েছে KMRCL।
4/5
কতটা কাজ এগিয়েছে? এরপর কোথায় কাজ হবে? মাটির নীচে ঠিক কোন জায়গায় কাজ? তার আগাম অ্যালার্ট দেবে KMRCL। কত ক্ষতিপুরণ দেওয়া হবে? কতজনকে দেওয়া হবে? আগের দুবারের বিপর্যয়ের শিকার হওয়া মানুষজন কবের মধ্যে স্থায়ী ঠিকানা পাবেন? এর মধ্যে কতজনকে বৌবাজারেই নিজের ঠিকানায় ফেরানোর পরিকল্পনা রয়েছে? বিকল্প বাসস্থানের পরিকল্পনা কতজনের জন্য? কতদিনের মধ্যে সেই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে? শ্বেতপত্র প্রকাশ করে এর সবটাই জানানোর কথা KMRCL-এর।
5/5
photos