বছরের শেষে বেশ কিছু স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

Oct 07, 2020, 16:20 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর অ্যাপ্লিকেশনগুলি তাদের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে।

2/5

যার ফলে কিছু ডিভাইসে নতুন সংস্করণে মোড়া অ্যাপগুলি বেমানান হয়ে যায় এবং তাদের মধ্যে কিছু কাজ করা বন্ধ করে দেয়।

3/5

 আইওএস এবং অ্যান্ড্রয়েডের বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে।    

4/5

এই ফোন ব্যবহারকারীরা  আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। 

5/5

Samsung Galaxy S2 Motorola Droid Razr Iphone 4s iPhone 5 Samsung Galaxy S2 Motorola Droid Razr LG Optimus Black HTC Desire Iphone 4s iPhone 5 Iphone 5c Iphone 5s