সবরীমালার মন্দিরের একেবারে কাছে গিয়ে ঝড় তুললেন ফতেমা, জেনে নিন কে এই মহিলা?
Oct 20, 2018, 19:12 PM IST
1/12
কে এই ফতেমা?
সবরীমালার মন্দিরের প্রবেশের প্রায় ৫০০ মিটার দূরে সমাজকর্মী রেহানা ফতেমা-সহ পুলিস বিগ্রেডকে আটকে দেওয়া হল। বিক্ষোভকারীদের নজর এড়িয়ে মন্দিরের এত কাছাকাছি পৌঁছতে পেরে ফের ভাইরাল হয়ে উঠেছেন এই সমাজকর্মী।
2/12
কে এই ফতেমা?
মন্দির খোলার তৃতীয় দিনে রেহানা ফতেমা এবং সাংবাদিক কবিতা জক্কল মন্দিরে খুব কাছে পৌঁছে যান।
photos
TRENDING NOW
3/12
কে এই ফতেমা?
তাঁদের মাথায় হেলমেট পরিয়ে কার্যত কড়া ঘেরাটোপে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা।
4/12
কে এই ফতেমা?
কিন্তু মন্দিরের প্রবেশের প্রায় ৫০০ মিটার দূরেই আটকে দেন বিক্ষোভকারীরা। এই খবর পাওয়ার পরই কট্টর হিন্দুত্ববাদীরা তাঁর বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
5/12
কে এই ফতেমা?
রেহানা ফতেমা পেয়ারিজান সুলেমান দাবি করেছেন সবরীমালার মন্দিরে পবিত্র ১৮টি ধাপ উঠতে পারায় নিজেকে গর্বিত মনে হচ্ছে।
6/12
কে এই ফতেমা?
কিন্তু তাঁর এই পদক্ষেপে রীতিমতো রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে কেরলে।
7/12
কে এই ফতেমা?
সিপিআইএম দাবি করেছে, বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দরনের সঙ্গে যোগসাজশ রয়েছে ফতেমার। সবরীমালায় দাঙ্গা লাগানোর জন্য ফতেমাকে ব্যবহার করেছে বিজেপি বলে অভিযোগ সিপিআইএম।
8/12
কে এই ফতেমা?
আবার নিউজ চ্যানেল দাবি করে, সিপিআইএমের রাজ্য সম্পাদকের ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফতেমার। এই অভিযোগ শুনে ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন হলে হুঁশিয়ারি দিয়েছেন ফতেমা।
9/12
কে এই ফতেমা?
ফতেমা বলেন, “সঙ্ঘ পরিবার বলছে আমি সিপিআইএম-র সঙ্গে যুক্ত। সিপিআইএম বলছে বিজেপির সঙ্ঘে যুক্ত। কেউ বলছে মাওবাদী। মিডিয়া বলছে সমাজকর্মী। নিজেরাই আগে সিদ্ধান্ত নিন।”
10/12
কে এই ফতেমা?
ফতেমা গত মার্চে খবরে শিরোনামে এসেছিলেন কোঝিকোরে এক প্রফেসর যখন তরমুজ নিয়ে মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন। এই মন্তব্যে প্রতিবাদে তিনিও তরমুজ দিয়ে আবক্ষ ঢেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন।
11/12
কে এই ফতেমা?
২০১৪ সালে কেরলের প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে যখন নীতি পুলিসি শুরু হয়, পথে নেমে তাঁকে সক্রিয় প্রতিবাদ করতে দেখা গিয়েছে।
12/12
কে এই ফতেমা?
তিনি বিএসএনএল সংস্থার কর্মী। সিনেমাতেও ফতেমাকে অভিনয় করতে দেখা গিয়েছে।