Cyclone Formation | Cyclone Remal: কেন মে মাসেই এত বেশি আঘাত হানে ঘূর্ণিঝড়, কেন এ সময়েই এত উত্তাল হয় সাগর?
Why Cyclones Formed in May: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দুটি সময়। একটি বর্ষার আগে অর্থাৎ, এপ্রিলের শেষ থেকে মে মাসে এবং আরেকটি বর্ষার পরে অক্টোবর-নভেম্বর মাস। এ সময়ে দেশে উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায় অনেকগুণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দুটি সময় রয়েছে। একটি বর্ষার আগে, অর্থাৎ এপ্রিলের শেষ থেকে মে মাসে এবং আরেকটি বর্ষার পরে অক্টোবর-নভেম্বর মাসে। সে সময় দেশে উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায় অনেকগুণ। এ দু'টি সময়ে সাগরের উপরিভাগের তাপমাত্রা অনেক বেশি থাকে। বায়ুমণ্ডলের বিন্যাস এ সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী থাকে। গোলার্ধ পরিবর্তনের নিয়মের কারণে মে মাসে সূর্যের অবস্থান থাকে বঙ্গোপসাগরের উপর। ফলে, বঙ্গোপসাগর অতি উত্তপ্ত হয়ে যায়।
1/6
২৭ ডিগ্রি সেলসিয়াস
![২৭ ডিগ্রি সেলসিয়াস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476105-cy-1.png)
2/6
ঝড়ের যাত্রাপথ
![ঝড়ের যাত্রাপথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476104-cy-2.png)
photos
TRENDING NOW
3/6
ঝড়-ভোলা
![ঝড়-ভোলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476103-cy-3.png)
4/6
ঝড়ের পর ঝড়
![ঝড়ের পর ঝড়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476102-cy-4.png)
5/6
বিশ্ব উষ্ণায়ন
![বিশ্ব উষ্ণায়ন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476101-cy-5.png)
6/6
আমফান
![আমফান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/25/476100-cy-6.png)
বর্তমানে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, সেগুলি অনেক দিন ধরে শক্তি সঞ্চয় করে রাখছে। একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমফানের কথা। স্থলভাগে বিপুল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সেটি। ধ্বসংলীলাও অনেক বেশি হয়েছিল। সমুদ্রের উপরিতল যত গরম হবে এবং তার সঙ্গে হাওয়া যত অনুকূল হবে, ঘূর্ণিঝড় তত বেশি শক্তি সঞ্চয় করতে পারে এবং সেই শক্তি অনেক দিন ধরে রাখতে পারে।
photos