নভেম্বরের শেষেও দেখা নেই শীতের! এখনও দেরি, বলছে হাওয়া অফিস

Nov 30, 2020, 15:04 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: তাপমাত্রার বাড়া কমায় রাজ্যে শীত ঢুকতে বিলম্ব। কাল ১৬.৬ ডিগ্রি থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.২ ডিগ্রি।

2/5

সকালে কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত ভাব কমবে। 

3/5

তবে আশার কথা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশ।

4/5

যার ফলে শীত না থাকলেও বেলা বাড়ল অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে না। 

5/5

পাকাপাকি শীত আসতে এখনোও অপেক্ষা অন্তত ৮ থেকে ১০ দিন। এমনটাই পূর্বাভাস হওয়া অফিসের।