শীতে কাঁপছে রাজ্য, একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

Jan 31, 2021, 10:08 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: শীতের দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গ, ঠাণ্ডায় কাবু কলকাতাবাসীও৷ বলা যায় শীতের কামব্যাক ইনিংস জমজমাট৷ সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচে নামতে পারে। পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ 

2/5

তাপমাত্রা আরও কমল ৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি।  

3/5

রবিবার হালকা মেঘলা আকাশ থাকবে। বেশ কিছু এলাকায় ঝোড়ো ঠান্ডা হাওয়া বইবে শহরে। উত্তরে শীতের দাপটে  তাপমাত্রা মাইনাসের ঘরে।  

4/5

এরইমধ্যে আইএমডি (IMD)সতর্কবার্তা জারি করে জানিয়েছে উত্তর শৈতপ্রবাহ বইবে। আগামী দুদিন এই আবহাওয়াই বজায় থাকবে বলে জানা গিয়েছে। আজই কমবে পশ্চিমি ঝঞ্ঝা। 

5/5

বিভিন্ন এলাকা থেকে বরফপাত হবে৷ আরও বাড়তে পারে ঠাণ্ডা৷