‘এদেশে এখন সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকি’

Dec 20, 2018, 16:38 PM IST
1/7

s 7

s 7

বুলন্দশহর হিংসা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। গো হত্যা নিয়ে ওঠা অভিযোগে হিংসা ছড়িয়ে পড়ে বুলন্দশহরে। উত্তেজিত জনতার আক্রমণে নিহত হন এক পুলিস অফিসার।

2/7

s 6

s 6

নাসিরউদ্দিন বলেন, একজন পুলিস অফিসারের থেকে একটি গরুর মূল্য প্রশাসনের কাছে বেশি। যারা  আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

3/7

S 5

S 5

সমাজে বিষ ছড়িয়ে পড়েছে। এই দৈত্যকে ফের বোতলবন্দি করা খুবই শক্ত।

4/7

S 4

S 4

সমাজে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়া প্রসঙ্গে নাসিরউদ্দিন বলেন, আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে এখন চিন্তা হচ্ছে। কোনওদিন ওদের জনতা ঘিরে ধরে প্রশ্ন করবে, তোমরা হিন্দু নাকি মুসলিম!

5/7

S 3

S 3

আমার ছেলে মেয়েরা কোনও উত্তর দিতে পারবে না। কারণ সন্তানদের কখনও ধর্মীয় শিক্ষা দিইনি।

6/7

S 2

S 2

আমার ধর্মীয় শিক্ষা রয়েছে। রত্নার(নাসিরউদ্দিনের স্ত্রী) কোনও ধর্মীয় শিক্ষা নেই। আমরা ঠিক করেছিলাম ছেলেমেয়েদের কোনও ধর্মীয় শিক্ষা দেব না। ভালো-মন্দের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।

7/7

s 1

s 1

এদের সমাজের অবস্থা দেখে রাগ হচ্ছে। প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই রাগ হওয়া উচিত।