ছবি: রঞ্জি ফাইনালের আগে ঋদ্ধির ঘর আলো করে এল পুত্রসন্তান

Mar 06, 2020, 23:51 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফের বাবা হলেন ঋদ্ধিমান সাহা। কন্যাসন্তানের পর পুত্রসন্তান এল তাঁর ঘরে।

2/5

সুখবরটা নিজের জন্মদিনেই জানিয়েছিলেন। কিউই সফরে দুটি টেস্টে খেলার সুযোগ না পেয়ে হতাশ হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সেই হতাশা বদলে গেল আনন্দে।

3/5

শুক্রবার পুত্রসন্তানের ছবি টুইট করেছেন ঋদ্ধিমান সাহা। 

4/5

ঋদ্ধিমান টুইট করেছেন, ছোট্ট খুশি এসেছে। আমি, রোমি ও বড় বোন অনভি। আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।    

5/5

এবার ঋদ্ধির লক্ষ্য রঞ্জি ফাইনাল। সোমবার থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনাল। আজ বাংলা দল রাজকোটে পৌঁছে গেলেও, আগামিকাল,শনিবার দলের সঙ্গে যোগ দেবেন ঋদ্ধি।