কচিকাঁচাদের জন্য 4G Phone Watch 5C আনল Xiaomi, কী ফিচার থাকছে এই গ্যাজেটে?
Jun 23, 2021, 16:29 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: Xiaomi লঞ্চ করল MITU Children 4G Phone Watch 5C। এটি মূলত কচিকাচাদের উদ্দেশ্যে তৈরি স্মার্ট ওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে 4G কানেক্টিভিটি, ঘড়িটির মধ্যে সিম ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন।
2/5
আপাতত চিনা মার্কেটে লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে পারে। ভারতীয় মূল্যে আর দাম হতে পারে ৪ হাজার ৩১১ টাকা। এটিতে ভিডিয়ো কলিং-র সুবিধা থাকছে।
photos
TRENDING NOW
3/5
স্পোর্টি লুক ও স্পেসিফিকেশনস - Xiaomi MITU Children 4G Phone Watch 5C-তে লোকেশন ট্র্যাকিং -র মতো ফিচার রয়েছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কোথায় রয়েছে তা জানতে পারবেন আপনি। ২০ মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার রয়েছে এতে।
4/5
এই স্মার্টওয়াচে একটি ১.৪ ইঞ্চির কালার ডিসপ্লে থাকছে। সেই সঙ্গেই থাকছে একটি ৯০০ mAh ব্যাটারি।
5/5
MITU Children 4G Phone Watch 5C-এর সাহায্যে বিভিন্ন লার্নিং অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই ঘড়ি দিয়ে সন্তানের সঙ্গে কথাও বলতে পারবেন আপনি।