হিলি সীমান্তে উদ্ধার ৭৫ লক্ষের ইয়াবা, ধৃত ১

Mar 18, 2019, 21:40 PM IST
1/5

লোকসভা ভোটের ঠিক মুখে দক্ষিণ দিনাজপুরের হিলিতে উদ্ধার হল ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক দাম ৭৫ লক্ষ টাকা।   

2/5

১৫ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে ধরা পড়েছেন এক মহিলা। ধৃতের নাম আফুজ্জা বিবি। বয়স প্রায় ৩০ বছর। হিলির হাড়িপুকুর এলাকায় তাঁর বাড়ি। 

3/5

বিএসএফ সূত্রের খবর, শনিবার বিকেলে ১৯৯ ব্যাটেলিয়ন বিএসএফের গোয়েন্দা দফতর অভিযান চালায় হিলির হাড়িপুকুরে। আফুজ্জা বিবিকে আটক করে চালানো হয় তল্লাশি। এরপর মহিলার দেহের গোপন অঙ্গ থেকে উদ্ধার হয় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট।

4/5

হিলিতে মাস দুয়েকের মধ্যে পরপর দু'বার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য প্রশাসনে। এই বিপুল পরিমাণ ট্যাবলেট বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে খবর।   

5/5

কোথা থেকে আসছে ইয়াবা ট্যাবলেট? পাচার চক্রের সঙ্গে কারা জড়িত? তদন্ত করে দেখা হচ্ছে। বলে রাখি, বাংলাদেশে ইয়াবার  ব্যাপক চাহিদা। সে দেশে মাদক হিসেবে ব্যবহৃত। এছাড়া ইয়াবা সেক্স বর্ধমকারী বটিকা হিসেবেও পরিচিত।