সেই পুরনো RX 100! নতুন ধাঁচে ১৫৫ সিসির ক্লাসিক বাইক আনছে Yamaha

Aug 21, 2019, 14:45 PM IST
1/5

লঞ্চ হল Yamaha XSR155

লঞ্চ হল Yamaha XSR155

Yamaha Rx 100. টু স্ট্রোক এই মডেলের কথা উঠলে এখনও বাইকপ্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায়। রেট্রো লুকসের এই বাইক এক সময় বাইকের বাজারে ঝড় তুলেছিল। Yamaha Rx 100- এখন উত্পাদন হয় না। তবে কিছু বাইকপ্রেমী এখনও এই মডেল নিজেদের কাছে সযত্নে রেখে দিয়েছেন। ক্লাসিক বাইক সেগমেন্টে এই বাইক এখনও জনপ্রিয়তা কুড়িয়ে চলেছে। 

2/5

লঞ্চ হল Yamaha XSR155

লঞ্চ হল Yamaha XSR155

Yamaha Rx 100-এর আধুনিক ভার্সন বলতে পারেন। লঞ্চ হল Yamaha XSR155. থাইল্যান্ডে এই মডেল লঞ্চ করল ইয়ামাহা। থাইল্যান্ড শুনে হতাশ হওয়ার কিছু নেই। শোনা যাচ্ছে, ২০২০ ফেব্রুয়ারি নাগাদ এই মডেল ভারতে লঞ্চ করতে পারে। 

3/5

লঞ্চ হল Yamaha XSR155

লঞ্চ হল Yamaha XSR155

পরের বছর ফেব্রুয়ারি মাসের অটো এক্সপোতে Yamaha XSR155 আত্মপ্রকাশ করতে পারে। যদিও ইয়ামাহার তরফে এখনও এই মডেল ভারতে লঞ্চ করার ব্যাপারে কিছু বলা হয়নি। 

4/5

লঞ্চ হল Yamaha XSR155

লঞ্চ হল Yamaha XSR155

অনেকেই বলতে শুরু করেছেন এই মডেলের নাম হওয়া উচিত ছিল Yamaha Rx 150. অনেকে আবার এই মডেল দেখার পর আধুনিক ক্লাসিক বাইক বলছেন। Rx সিরিজের উত্তরসূরী হিসাবে  Yamaha XSR155 বাজারে আসছে বলে দাবি করছেন অনেকে। যদিও এই বাইকের স্টাইলিং  ও লুকস ছাড়া বাকি অনেক কিছুই Yamaha R 15 V3-এর সঙ্গে মিলে যায়। 

5/5

লঞ্চ হল Yamaha XSR155

লঞ্চ হল Yamaha XSR155

জানা যাচ্ছে, ভারতে বেশ কিছু নতুন ধরণের রেট্রো মডেল আনার পরিকল্পনা করছে ইয়ামাহা। ভারতের বাজারে Yamaha XSR155 লঞ্চ হলে দাম হতে পারে ১.৪০ লাখ টাকার কাছাকাছি (এক্স শোরুম)।