Uttar Pradesh: ইতিহাসের দোরগোড়ায় Yogi Adityanath, দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুক্রবার
1/5
ইতিহাস লিখবেন যোগী
যোগী আদিত্যনাথ শুক্রবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন। বিজেপির এই নেতা ইতিহাস লিখতে প্রস্তুত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করে তিনিই প্রথমবার নতুন করে দ্বিতীয় মেয়াদের শপথ নেবেন। এমন কৃতিত্ব তার পূর্বসূরিরা কেউই অর্জন করেননি।
2/5
কারা উপস্থিত থাকবেন
photos
TRENDING NOW
3/5
কত মানুষ আসবেন?
4/5
কী করে হলেন মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে একজন সন্ন্যাসী-রাজনীতিবিদ যোগী আদিত্যনাথ হঠাতই মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। পাঁচবারের লোকসভা সাংসদ আদিত্যনাথকে বিজেপি নেতৃত্ব নির্বাচনের হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যে মূল নেতৃত্বের জন্য বাছাই করে। তার কাছ থেকে যা প্রত্যাশা করেছিল বিজেপি, তি তা পূরণ করার চেষ্টা করেছেন।
5/5
কে এই আদিত্যনাথ
photos