এ বার ইচ্ছা করলেই নম্বর পরিবর্তন করতে পারেন হোয়াটসঅ্যাপে

Mar 30, 2018, 18:47 PM IST
1/10

Whatsapp_1

Whatsapp_1

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে বেশ কয়েকটি নতুন ফিচার। 

2/10

Whatsapp_2

Whatsapp_2

যার মধ্যে অন্যতম ফিচারটি হল হোয়াটসঅ্যাপে নম্বর পরিবর্তন করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

3/10

Whatsapp_3

Whatsapp_3

এই মুহূর্তে নম্বর পরিবর্তনের সুবিধাটি পাওয়া যাচ্ছে ২.১৮.৯৭ বিটা সংস্করণে।

4/10

Whatsapp_4

Whatsapp_4

কীভাবে নতুন নম্বর সংযোজন করবেন? হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণের ফ্যান পেজ থেকে জানা যাচ্ছে, নতুন নম্বর যুক্ত করলে পুরনো সব ডেটা নতুন নম্বরে স্থানান্তরিত হয়ে যাবে।

5/10

Whatsapp_5

Whatsapp_5

এ বার কোনও একটি নম্বরের নোটিফিকেশন পাওয়ার জন্য অপশন পাবেন।

6/10

Whatsapp_6

Whatsapp_6

এই বিটা সংস্করণটি আপডেট পাবেন গুগল প্লে স্টোর থেকে।

7/10

Whatsapp_7

Whatsapp_7

জানা যাচ্ছে খুব শীঘ্রই পেতে চলেছেন অ্যান্ড্রয়েড, উইনডোজ এবং আইওএস অপারেটিং সিস্টেমে।

8/10

Whatsapp_8

Whatsapp_8

এই মুহূর্তে মাসে ১৫০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

9/10

Whatsapp_9

Whatsapp_9

প্রতিদিন ৬০০ কোটি মেসেজ আদানপ্রদান হয়।

10/10

Whatsapp_10

Whatsapp_10

ভারতে প্রায় ২০ কোটি ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ রয়েছে।