দিবাস্বপ্ন

Updated By: Sep 27, 2016, 10:46 PM IST
দিবাস্বপ্ন

তাপস কর্মকার

চলো যাই ঘুরে আসি

কাছে – পিঠে , কী – দূরে ।

আমলকী  - হরিতকী

গ্রাম ছেড়ে সুদূরে ।

মোড়লরা ফাঁদে ফেলে

ঘর থেকে তাড়ালো ।

প্যাঁচে পড়ে জীবনটা

হয়ে গেল ঘোরালো ।

ভূতের রাজার বরে

শাপ – ই হল সুখবর ।

এক নয়, দুই নয়

তিন বর , জব্বর ।

খাওয়া – পরা যা খুশী ;

যত খুশী চাই গো ।

যেখানে সেখানে বসে

তা সবই , পাই গো ।

বাঘা ধরে বাজনা

গুপী গায় গান ।

যে শোনে , তার ধড়ে

থাকে না তো প্রাণ ।

আরও আছে সুখবর

ভূতের রাজার বর ।

জব্বর – জব্বর

তি – ন  ন – ম্ব – র ।

এ বর , এমন বর

ঘোরা ফেরা জলভাত ।

জায়গার নাম বলো

পরে জুতো একসাথ ।

এর হাতে – ওর হাতে

দিলে প’রে তালি ।

যেথা খুশী  সেথা

যাও, কুলু বা মানালি ।

এই ভেবে , জুতো খুঁজি

পরে নেব ঝট্‌  পট্‌ ।

কেউ  - কিছু , বোঝার 

আগে ; হয়ে যাবো চম্পট ।

জুতো খুঁজি , জুতো খুঁজি

খুঁজে আর , পাই না ।

ঘেমে নেয়ে একসা

ঘোরা  আর চাই না ।

আসলে ছিলাম ঘুমে

খেয়ে দেয়ে দুপুরে ।

জেগে দেখি , এ কী কাণ্ড !

জুতো খায় কুকুরে ।

যাওয়া আর হল না ভাই

কাছে – পিঠে , কি দূরে ।।

.