নেতাজী ইন্ডোরে সাড়ম্বরে পালিত মোহনবাগানের ১২৫ বছর

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল মোহনবাগানের একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান।  দুহাজার চোদ্দর মোহনবাগান রত্ন  অরুময়নৈগম এবং দুহাজার পনেরোর মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হল করুণাশঙ্কর ভট্টাচার্যকে। এছাড়া পুরস্কার তুলে দেওয়া হয় দুহাজার চোদ্দর সেরা ফুটবলার কাতসুমি ও দুহাজার পনেরোর বর্ষসেরা ফুটবলার দেবজিত মজুমদারের হাতে।মোহনবাগানের একশো পঁচিশ বছর পূর্তি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে পালিত হল শনিবার।

Updated By: Aug 22, 2015, 10:57 PM IST
নেতাজী ইন্ডোরে সাড়ম্বরে পালিত মোহনবাগানের ১২৫ বছর

ব্যুরো: নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল মোহনবাগানের একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান।  দুহাজার চোদ্দর মোহনবাগান রত্ন  অরুময়নৈগম এবং দুহাজার পনেরোর মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হল করুণাশঙ্কর ভট্টাচার্যকে। এছাড়া পুরস্কার তুলে দেওয়া হয় দুহাজার চোদ্দর সেরা ফুটবলার কাতসুমি ও দুহাজার পনেরোর বর্ষসেরা ফুটবলার দেবজিত মজুমদারের হাতে।মোহনবাগানের একশো পঁচিশ বছর পূর্তি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে পালিত হল শনিবার।

বর্ষপূর্তি অনুষ্ঠান আলোকিত করে রাখল বর্তমান ও অতীতকে স্মরণ করার মাধ্যমে।  দুহাজার চোদ্দর মোহনবাগান রত্ন  সম্মানে সম্মানিত করা হল অরুময়নৈগম এবং দুহাজার পনেরোর মরণোত্তর মোহনবাগান রত্ন পেলেন প্রয়াত করুণাশঙ্কর ভট্টাচার্য। ক্লাবের তরফ থেকে এই মঞ্চে সম্মানিত করা হয় আইলিগ জয়ী মোহনবাগান দলকে। প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় দুহাজার চোদ্দর বর্ষসেরা ফুটবলার কাতসুমি ও দুহাজার পনেরোর বর্ষসেরা ফুটবলার দেবজিত মজুমদারকে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ক্রিকেটে নানা অবদানের জন্য পুরস্কৃত করা হয় ঋদ্ধিমান সাহা,লক্ষ্মীরতন শুক্লা ও মহম্মদ সামিকে। এই অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পেল বিভিন্ন ক্রীড়া আঙ্গিনার কিংবদন্তিদের সম্মানিত করার ফলে। বিশেষ সম্মানে সম্মানিত হলেন চুনী গোস্বামী,সৌরভ গাঙ্গুলি,লিয়েন্ডার পেজ ও গুরবক্স সিং। অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা।

মোহনবাগানের একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে একমঞ্চে সংবর্ধিত হলেন সৌরভ,চুনী গোস্বামী,গুরবক্স সিং,লিয়েন্ডার পেজের মত ক্রীড়াব্যাক্তিত্বরা। নিজের ঘরে সম্মানিত হতে পেয়ে আপ্লত চুনী গোস্বামী।

শনিবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আই লিগ জয়ী দলের সংবর্ধনা। সোনি-বোয়ারা না এলেও,সতীর্থদের সঙ্গে একমঞ্চে  সংবর্ধনা গ্রহণ করে যান এই মরসুমে মোহনবাগান ছেড়ে  ইস্টবেঙ্গলে যোগ দেওয়া বেলো রজ্জাক।

শনিবারের অনুষ্ঠানে দেখা যায়নি ঘরের ছেলে প্রসূন ব্যানার্জিকে। গোটা অনুষ্ঠানে মোহনবাগান জনতা বার বার খুঁজেছেন তাদের প্রিয় হোসে রামিরেজ ব্যারেটোকেও।

 

.