বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে আবারও ১ নম্বরে ভারতীয় শাটলার সাইনা

বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষস্থানে উঠে এসেছেন সাইনা নেহওয়াল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে দেশের জন্য আরও পদক জিততে চান ভারতীয় এই শাটলার।

Updated By: Aug 22, 2015, 10:52 AM IST
বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে আবারও ১ নম্বরে ভারতীয় শাটলার সাইনা

ব্যুরো:বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষস্থানে উঠে এসেছেন সাইনা নেহওয়াল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে দেশের জন্য আরও পদক জিততে চান ভারতীয় এই শাটলার।

ইন্ডিয়া ওপেন এবং চায়না ওপেনে চ্যাম্পিয়ন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো। সদ্য বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠে এসেছেন এই তারকা শাটলার। শীর্ষস্থান ধরে রেখে দেশের জন্য আরও পদক জয়ই এখন লক্ষ্য সাইনার। উল্লেখ্য এর আগেও ব্যাডমিন্টনের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছেছিলেন সাইনা নেহওয়াল। 

আপাতত কোরিয়া এবং জাপান ওপেনে মনোনিবেশ করছেন সাইনা। দুটি টুর্নামেন্টেই হবে আগামী মাসে।

 

.