করোনা মোকাবিলায় সামিল ১৬ বছরের ভারতীয় ক্রিকেটার, বাংলার রিচা দিলেন এক লক্ষ টাকা অনুদান

মারণ ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন রিচা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 30, 2020, 04:19 PM IST
করোনা মোকাবিলায় সামিল ১৬ বছরের ভারতীয় ক্রিকেটার, বাংলার রিচা দিলেন এক লক্ষ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে প্রচারে এগিয়ে এসেছেন ক্রীড়াবিদরা। সচেতনতা প্রসারে পিছিয়ে নেই জাতীয় দলের ক্রিকেটাররাও। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। জাতীয় দলের হয়ে খেলা মহিলা ক্রিকেটার হিসেবে করোনা মোকাবিলায় প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলার এই ১৬ বছর বয়সী ক্রিকেটার।

মারণ ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন রিচা। স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে এক লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা শিলিগুড়ির ষোলো বছরের রিচা।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন শিলিগুড়ির ষোলো বছরের রিচা। দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহিলা দলে সুযোগ পান। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপের ম্যাচ ফি এর টাকা থেকেই এক লক্ষ টাকা মারণ ভাইরাস এর মোকাবিলায় তুলে দেন রিচা।

আরও পড়ুন - করোনায় লকডাউন; ময়দানের মালিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলে ইস্টবেঙ্গল ক্লাব

.