৩৪/০ থেকে ৫০ অলআউট, বিপর্যয়ের নয়া রেকর্ড
একে কি তাসের ঘরের মতো ভেঙে পড়া চলে? তাসের ঘরও কি এত তাড়াতাড়ি ভেঙে পড়ে! যতটা তাড়াতাড়ি ভাঙল ইউএই (সংযুক্ত আরব আমিরশাহি)-র ইনিংস। তাও আবার যেমন তেমন টুর্নামেন্ট নয় একেবারে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করার গুরুত্বপূর্ণ ম্যাচে। নেপাল অনুর্ধ্ব ১৯-এর বিরুদ্ধে ইউএই অনুর্ধ্ব ১৯-দল ২০০ রান তাড়া করে জয়ের লক্ষ্যে নেমেছিল।
ওয়েব ডেস্ক: একে কি তাসের ঘরের মতো ভেঙে পড়া চলে? তাসের ঘরও কি এত তাড়াতাড়ি ভেঙে পড়ে! যতটা তাড়াতাড়ি ভাঙল ইউএই (সংযুক্ত আরব আমিরশাহি)-র ইনিংস। তাও আবার যেমন তেমন টুর্নামেন্ট নয় একেবারে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করার গুরুত্বপূর্ণ ম্যাচে। নেপাল অনুর্ধ্ব ১৯-এর বিরুদ্ধে ইউএই অনুর্ধ্ব ১৯-দল ২০০ রান তাড়া করে জয়ের লক্ষ্যে নেমেছিল।
শুরুটা ভালই করে ইউএইয়ের দুই ওপেনার। ৮ ওভারে বিনা উইকেটে তোলে ৩৪ রান। কিন্তু এরপরই শুরু হয়ে নেপালের বোলারদের প্রলয়। পরের দশটি উইকেট ইউএই দল হারায় মাত্র ১৬ রানের মধ্যে। ৩৪/০ থেকে ইউএই অলআউট মাত্র ৫০ রানে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের যোগ্যতানির্ণয়ক এই ম্যাচে নেপাল জেতে ১৪৯ রানে।