Abhishek Banerjee: মঙ্গলে মহেশতলায় বল পায়ে অভিষেকের সঙ্গে রোনাল্ডিনহো!
পুজোর শহরে সাম্বার জাদুকর। এদিন সকালে কালীঘাটের বাড়িতে রোনাল্ডিনহোকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার দেন বল, জার্সি।
![Abhishek Banerjee: মঙ্গলে মহেশতলায় বল পায়ে অভিষেকের সঙ্গে রোনাল্ডিনহো! Abhishek Banerjee: মঙ্গলে মহেশতলায় বল পায়ে অভিষেকের সঙ্গে রোনাল্ডিনহো!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/16/442506-aban.png)
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: কলকাতায় রোনাল্ডিনহো। পুজো উদ্বোধনের পর, এবার বল পায়ে দেখা যাবে ২০০২-এক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকাকে। কবে? আগামীকাল, মঙ্গলবার মহেশতলায়। শুধু তাই নয়, সেই ম্যাচে খেলবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও! সূত্রের খবর তেমনই।
পুজোর শহরে সাম্বার জাদুকর। এদিন সকালে কালীঘাটের বাড়িতে রোনাল্ডিনহোকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার দেন বল, জার্সি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসুর মতো শাসকদলের শীর্ষ নেতা-মন্ত্রীরা। সন্ধ্যায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন ব্রাজিলিয়ান তারকা। যান শ্রীভূমি স্পোটিংয়েও।
আগামীকাল, মঙ্গলবার মাঠে নামছেন রোনাল্ডিনহো। মহেশতলায় বাটানগর স্টেডিয়ামে ডায়মন্ডহারবার এফসি বনাম শ্রীভূমি স্পোর্টিং প্রদর্শনী ম্যাচে খেলবেন তিনি। থাকবেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)