Abhishek Sharma On Yuvraj Singh: 'আমি শূন্য করায় ও খুব খুশি হয়েছিল'! সেঞ্চুরির পর অভিষেককে ভিডিয়ো কল যুবির...

Abhishek Sharma On Yuvraj Singh: অভিষেক শর্মা ও যুবরাজ সিংয়ের সম্পর্কটা অন্য়রকম। জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরির পর অভিষেক কৃতজ্ঞতা জানাচ্ছেন যুবিকেই।

Updated By: Jul 8, 2024, 04:27 PM IST
Abhishek Sharma On Yuvraj Singh: 'আমি শূন্য করায় ও খুব খুশি হয়েছিল'! সেঞ্চুরির পর অভিষেককে ভিডিয়ো কল যুবির...
অভিষেক শর্মা জানালেন যুবির কথোপকথন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে শুভমন গিলের (Shubman Gill) ভারত এখন জিম্বাবোয়ে (India tour of Zimbabwe) রয়েছে। হারারেতে প্রথম টি-২০ ম্য়াচেই ভারত হেরে যায় ১৩ রানে। আর এরপরেই শুভমনের স্কোয়াডের বিস্তর সমালোচনা হয়েছিল। সমালোচনার রেশ কাটার আগেই, ভারত একেবারে হাড়েমজ্জায় সিকান্দার রাজাদের (Sikandar Raza) বুঝিয়ে দেয় যে, টিম ইন্ডিয়া কী জিনিস। প্রথম টি-২০ হারের কয়েক ঘণ্টার ব্য়বধানে দারুণ ভাবে সিরিজে ফেরে ভারত। ১০০ রানে দ্বিতীয় টি-২০ জিতে শুভমনরা সিরিজ ১-১ করেছে। গত রবিবার অভিষেক শর্মার (Abhishek Sharma) ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করেই ভারত রানের পাহাড়ে পিষে দেয় 'দ্য জুয়েল অফ আফ্রিকা'কে। অভিষেককে খেলার পর ভিডিয়ো কল করেছিলেন কিংবদন্তি যুবরাজ সিং (Yuvraj Singh)। আর যুবি তাঁকে যা বলেছেন, সেটাই অভিষেক শেয়ার করেছেন। যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। 

আরও পড়ুন: মহারাজ @৫২; নেটদুনিয়ায় শুভেচ্ছার সুনামি, ইডেনের ক্যান্টিনের ছেলেটা...!

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে, দেশের জার্সিতে টি-২০ ফরম্য়াটে, অভিষেককে খালি হাতেই ফিরতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্য়াচেই তিনি তাঁর জাত চিনিয়ে, বুঝিয়ে দেন যে, ভারতের ব্য়াটিং আকাশে নতুন তারার জন্ম হয়েছে বিদেশের মাটিতে। শুভমনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অভিষেক। দুই অভিন্ন হৃদয়ের বন্ধু এদিনও ওপেনিংয়ে ছাপ রাখতে পারেননি। শুভমন মাত্র ২ রান করে ফিরে যান। তবে অভিষেক এরপর ঠিক করে নেন যে, জিম্বাবোয়ের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনবেন তিনি। আর ঠিক সেটাই করেন ৬১ মিনিটের বিধ্বংসী ইনিংসে। 

অভিষেকের মেন্টর হিসেবে দেখা হয় যুবিকে। অভিষেকের কেরিয়ার গড়ার নেপথ্য়ে রয়েছে জোড়া বিশ্বকাপ জয়ীর বিরাট অবদান। অভিষেক মাঠ থেকেই তাঁর বাবা-মা ও যুবিকে ভিডিয়ো কল করেছিলেন। যুবি বলেন, 'আমি খুবই গর্বিত। ওয়েল ডান। তুমি এর যোগ্য়। আরও অনেক সেঞ্চুরি আসবে। সবে শুরু হল।' এরপর অভিষেক জানিয়েছেন, 'আমি প্রথম ম্য়াচের পরেও যুবির সঙ্গে কথা বলেছিলাম। আমি জানি না কেন, আমি শূন্য করায় ও খুব খুশি হয়েছিল! ও বলে, শুরুটা ভালো হয়েছিল। আমার মনে হয় যুবি পাজি খুবই গর্বিত। ও আমার কাছে পরিবারের মতো। যা হয়েছে সবই ওর জন্য়। এত বছর ধরে আমার সবকিছুর জন্য় কঠোর পরিশ্রম করেছে। আমি শুধু ক্রিকেটের কথাই বলব না। মাঠের বাইরেও ওর অবদান অপরিসীম।' 

জীবনের দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্য়াচে ২৩ বছরের পঞ্জাব পুত্তর বাঁ-হাতে শাসন করেছেন বোলারদের। ৪৭ বলে ১০০ রানের মারকাটারি ইনিংস খেলে জিম্বাবোয়ের বোলারদের আত্মবিশ্বাসটাই নষ্ট করে দিলেন। ২১২.৭৬-এর স্ট্রাইক রেটে ব্য়াট করে অভিষেক হাঁকালেন ৮ ছক্কা ৭ চার, অভিষেক এদিন দেশের জার্সিতে সবচেয়ে কম ইনিংস খেলা টি-২০ সেঞ্চুরিকারী হলেন। এর আগে ছিলেন দীপক হুডা। তিনি কেরিয়ারের তৃতীয় টি-২০আই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।  

আরও পড়ুন:  শহরে ফের 'ভক্তের ভগবান' মেসি! সঙ্গে জোড়া নীল-সাদা নক্ষত্র, মেগা আপডেট কি পেয়েছেন?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.