মোহনবাগানের মত মাঝপথে দল তুলে নিল এসি মিলানও

গোটা বিশ্ব জুড়েই বড় দলগুলোর মধ্যে ম্যাচের মাঝে দল তুলে নেওয়া বোধহয় এখন ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। কি ভারত, কি বা ইতালি। দেখা যাচ্ছে পান থেকে চুন খোসলেই বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলি খেলার মাঝে দল তুলে নিচ্ছে। এবার যেমন একটি প্রীতি ম্যাচে দল তুলে নিল ইতালির জনপ্রিয় ক্লাব এসি মিলান।

Updated By: Jan 4, 2013, 07:52 PM IST

গোটা বিশ্ব জুড়েই বড় দলগুলোর মধ্যে ম্যাচের মাঝে দল তুলে নেওয়া বোধহয় এখন ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। কি ভারত, কি বা ইতালি। দেখা যাচ্ছে পান থেকে চুন খোসলেই বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলি খেলার মাঝে দল তুলে নিচ্ছে। এবার যেমন একটি প্রীতি ম্যাচে দল তুলে নিল ইতালির জনপ্রিয় ক্লাব এসি মিলান। শুক্রবার এসি মিলানের খেলা ছিল প্রো প্যাট্রিয়ার বিরুদ্ধে। খেলা চলাকালীন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন প্যাট্রিয়ার সমর্থকরা। সেই মন্তব্য শুনতে পেয়ে মিলানের ফুটবলার বোয়েটাং খেলা থামিয়ে  লাথি মেরে বল গ্যালারিতে পাঠিয়ে দেন। তারপর জার্সি খুলে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
বোয়েটাংয়ের পিছন-পিছন গোটা এসি মিলান দল মাঠ ছেড়ে বেরিয়ে যায়। পরে এসি মিলান কোচ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন দর্শকদের অশোভনীয় আচরণের মধ্যে খেলা চালানো সম্ভব ছিল না। তাই দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দল তুলে এদেশে নির্বাসিত হয়েছে মোহনবাগান। ইতালির ফুটবল ফেডারেশনও এসি মিলানকে নির্বাসনে পাঠাবে কিনা, সেটাই এখন এদেশের ফুটবলপ্রেমীদের প্রশ্ন। 

.