AFC Cup: কতটা শক্তিশালী গ্রুপ? মূলপর্বে কাদের বিরুদ্ধে খেলবে ATK Mohun Bagan? জেনে নিন

চলতি এএফসি কাপে দল ভাল খেললেও, রয় কৃষ্ণার সময় একেবারেই ভাল যাচ্ছে না। এ বার বাবাকে হারালেন ফিজি জাতীয় দলের এই তারকা স্ট্রাইকার।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 22, 2022, 02:58 PM IST
AFC Cup: কতটা শক্তিশালী গ্রুপ? মূলপর্বে কাদের বিরুদ্ধে খেলবে ATK Mohun Bagan? জেনে নিন
এটিকে মোহনবাগানের নতুন পরীক্ষা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী মে মাসে যুবভারতীতে এএফসি কাপের মূলপর্বে (AFC Cup) নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । মূল পর্বে সহজ গ্রুপেই পড়েছে সবুজ-মেরুন শিবির। এটিকে মোহনবাগানের গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC), বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings) ও মালদ্বীপের মাজিয়া এসআর (Maziya Sports and Recreation Club)। ১৮ মে এএফসির মূল পর্বে এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ গোকুলাম এফসির বিরুদ্ধে। পরের ম্যাচ ২১ মে, প্রতিপক্ষ বসুন্ধরা। গ্রুপের শেষ ম্যাচ ২৪ মে মালদ্বীপের মাজিয়া এসআরের বিরুদ্ধে। যেহেতু মূলপর্বের ম্যাচ এখনও অনেকদিন বাকি, তাই পুরো দলকে আপাতত ছুটি দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando)। আবাহনী ম্যাচের পরই ফুটবলারদের জানিয়ে দিয়েছেন, রবিবার পর্যন্ত ছুটি। সোমবার থেকে ফের শুরু হবে অনুশীলন। ফুটবলাররা ছুটির মেজাজে থাকলেও, স্প্যানিশ কোচ কলকাতাতেই রয়েছেন। 

প্রাথমিক পর্বে রয় কৃষ্ণা (Roy Krishna) ও সন্দেশ জিঙ্ঘান (Sandesh Jinghan) ছাড়াই জোড়া ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ব্লু-স্টারকে ৫ গোল দিয়েছিলেন মনবীর সিং (Manvir Singh)-জনি কাউকোরা (Jony Kauko)। পরের ম্যাচেও ছন্দে ছিল এটিকে মোহনবাগান। সেই ম্যাচে বাংলাদেশের আবাহনী লিমিটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফেরান্দোর দল। হ্যাটট্রিক করেছিলেন ডেভিড উইলিয়ামস (David Williams)। এ বার এটিকে মোহনবাগানকে খেলতে হবে এএফসির মূলপর্বে। মে মাসে এই যুবভারতীতেই খেলবে কলকাতার দল। তিন বিপক্ষের বিরুদ্ধে অতীতেও খেলেছে এটিকে মোহনবাগান। তাই সব ম্যাচ জিতে শীর্ষে থাকলে এএফসি-র নক-আউটে যেতেই পারে সবুজ-মেরুন শিবির। 

তবে চলতি এএফসি কাপে দল ভাল খেললেও, রয় কৃষ্ণার সময় একেবারেই ভাল যাচ্ছে না। এ বার বাবাকে হারালেন ফিজি (Fiji) জাতীয় দলের এই তারকা স্ট্রাইকার। গত রবিবার ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন তাঁর বাবা বাল কৃষ্ণা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে রয় কৃষ্ণার ভাই-বোনরা ফেরার পর লাউটোকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এর আগে এএফসি কাপে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁর শাশুড়ি মারা যান। সেইজন্য দেশে ফিরে গিয়েছিলেন। সবুজ-মেরুনের হয়ে মাঠে নামতে পারেননি এই তারকা। আর এ বার বাবা-কে হারালেন এই স্ট্রাইকার। তাই পিতৃশোক কাটিয়ে তিনি ফের ৯০ মিনিটের যুদ্ধে নামতে পারেন কিনা সেটাই দেখার। 

আরও পড়ুন: Cristiano Ronaldo: Liverpool সমর্থকদের ধন্যবাদ জানালেন সন্তানশোকে বিহ্বল 'সি আর সেভেন'

আরও পড়ুন: Roy Krishna: বাবাকে হারালেন ATK Mohun Bagan-এর তারকা স্ট্রাইকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.