ভাইরাস আতঙ্কের মাঝেই অনুশীলন শুরু করে দিলেন রশিদ খান-মহম্মদ নবিরা

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র টেস্ট খেলতে ডনের দেশে যাবে আফগানরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 8, 2020, 01:56 PM IST
ভাইরাস আতঙ্কের মাঝেই অনুশীলন শুরু করে দিলেন রশিদ খান-মহম্মদ নবিরা

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর এবার অনুশীলন শুরু করল আফগানিস্তান ক্রিকেট দলও। ভাইরাস আতঙ্ককে দূরে সরিয়ে সব নিয়ম মেনেই রবিবার থেকেই কাবুল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করলেন রশিদ খান, মহম্মদ নবিরা। মোট ২২ জন ক্রিকেটার অনুশীলন শুরু করেছে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই আফগানিস্তান ক্রিকেট দলের এই অনুশীলন শুরু বলে জানা গিয়েছে। যদি বিশ্বকাপ নাও হয় তবে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র টেস্ট খেলতে ডনের দেশে যাবে আফগানরা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে," ICC, WHO এবং আফগানিস্তানের স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই অনুশীলন করেছে ক্রিকেট দল। শনিবারই করোনা নিয়ে সচেতনতা শিবিরে বিস্তারিত আলোচনার পর এই অনুশীলনের সিদ্ধান্ত। একমাস ধরে চলবে এই ক্যাম্প। মোট ২২ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে।"

 

আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপ না হলে সেই সময় IPL আয়োজনে BCCI-এর কোনও দোষ দেখছেন না প্রাক্তন ক্যারিবিয়ান তারকা

.