আইরিশদের হারিয়ে প্রথম টেস্ট জয় আফগানদের
প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়া রশিদ খান দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫টি উইকেট নেন৷
নিজস্ব প্রতিবেদন : আইসিসি-র টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিতীয় টেস্টেই জয় পেল আফগানিস্তান। রশিদ খানের দুরন্ত বোলিং আর রহমত শাহর অনবদ্য ব্যাটিংয়ে ভর করে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান। একদিন বাকি থাকতেই টেস্ট জিতে নিল আফগানরা।
Afghanistan make history!
They get their first Test win in only their second ever Test, beating Ireland by seven wickets in Dehradun! #AFGvIRE SCORECARD https://t.co/mV1o12EBt1 pic.twitter.com/TcFgOTE3pB
— ICC (@ICC) March 18, 2019
তৃতীয় দিনের শেষেই ইঙ্গিত মিলেছিল। ১৪৭ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান তোলে৷ টেস্ট ক্রিকেটে প্রথম জয় থেকে ১১৮ রান দূরে দাঁড়িয়েছিল আফগানিস্তান৷ হাতে ছিল দু দিন সময় সঙ্গে ৯টি উইকেট৷ চতুর্থ দিনের সকালেই ইহসানউল্লাহ ও রহমত শাহ জুটি জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় আফগানদের। রহমত ৭৬ রানে আউট হলেও ইহসানউল্লাহ ৬৫ রানে অপরাজিত থাকেন।
দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড৷ এগারো নম্বরে ব্যাট করতে নামা টিম মুর্তাগের অপরাজিত হাফসেঞ্চুরিতে(৫৪)ভর করে প্রথম ইনিংসে ১৭২ রান করে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম ইনিংসে করে ৩১৪ রান৷ রহমত শাহ মাত্র ২রানের জন্য শতরান হাতছাড়া করেন৷ হাফসেঞ্চুরি করেন হাশমতুল্লাহ শাহিদি (৬১) এবং আসগর আফগান(৬৭)৷ ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২৮৮ রানে অলআউট হয়ে যায়৷ অ্যান্ডি বলবির্নি ৮২ রান করেন৷ কেভিন ও-ব্রায়েন ৫৬ রান করেন। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা মুর্তাগ এগারো নম্বরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৭ রান করে নজির গড়েন। প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়া রশিদ খান দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫টি উইকেট নেন৷
Rahmat Shah has brought up his second half-century of the Test and kept Afghanistan on course for a win in Dehradun!
The team are 65 runs away from victory with nine wickets in hand.
Follow #AFGvIRE https://t.co/mV1o12EBt1 pic.twitter.com/pplHZDVi4j
— ICC (@ICC) March 18, 2019
আইসিসি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একতরফা হারতে হয়েছিল আফগানিস্তানকে। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট হারে পাকিস্তানের কাছে৷ দ্বিতীয় টেস্ট ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে টেস্ট জয়ের স্বাদ পেয়ে গেল রশিদ খানরা।
আরও পড়ুন - অভিষেক টেস্টেই নজির গড়লেন আয়ারল্যান্ডের টিম মুর্তাগ