ক্যারিবিয়ান দের স্বপ্নভঙ্গ করলেন ডিভিলিয়ার্স, ২৫৭ রানে জয় আফ্রিকার

বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির স্পর্শ করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিডনিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে ভারতের এই রেকর্ড ছুঁয়ে ফেলল প্রোটিয়াসরা।

Updated By: Feb 27, 2015, 11:24 PM IST
ক্যারিবিয়ান দের স্বপ্নভঙ্গ করলেন ডিভিলিয়ার্স, ২৫৭ রানে জয় আফ্রিকার

ওয়েব ডেস্ক:বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির স্পর্শ করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিডনিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে ভারতের এই রেকর্ড ছুঁয়ে ফেলল প্রোটিয়াসরা। ২০০৭ সালে ভারত বারমুডাকে হারিয়েছিল২৫৭ রানে। এদিন এ বি ডিভিলিয়ার্সের ৬৬ বলে ১৬২ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৪০৮ রান করে।

 জবাবে মাত্র ১৫১ রানে মুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৫ উইকেট পেয়েছেন।

বিশ্বকাপের ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রোটিয়াস বনাম ক্যারিবিয়ানরা। সিডনিতে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। হাসিম আমলা(৬৫), দুপ্লেসিস(৬২),এ বি ডিভিলিয়ার্সদের(১৬২) ব্যাটিং দাপটে দক্ষিণ আফ্রিকা ৪০০ রানের গণ্ডি পার করে।

রান তাড়া করতে নেমে ইমরান তাহিরের লেগ স্পিনে তাসের ঘরের মত ভেঙে পরে গেইল, স্যামুয়েলস, ড্যারেন সামিরা। অধিনায়ক হোল্ডার খেলায় ফেরানোর চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।  ২৫৭ হারে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের সেরা নির্বাচিত হন এ বি ডিভিলিয়ার্স।

.