ব্যাটে বলে "বুম বুম' আফ্রিদির
নিজের শেষ বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন শাহিদ আফ্রিদি। ৮০০ রানের ক্লাবে নিজেকে অন্তর্ভুক্ত করলেন আফ্রিদি।
ওয়েব ডেস্ক: নিজের শেষ বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন শাহিদ আফ্রিদি। ৮০০ রানের ক্লাবে নিজেকে অন্তর্ভুক্ত করলেন আফ্রিদি।
একদিনের ক্রিকেটে নয়া নজির গড়লেন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। বুধবার বিশ্বকাপে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে ২১ রান করার সুবাদে আট হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন আফ্রিদি।
সেইসঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৮ হাজার রান আর ৩০০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েন তিনি। আফ্রিদির আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার অল রাউন্ডার সনথ জয়সূর্যের। তার দখলে রয়েছে ১৩,৪৩০ রান আর ৩২৩ উইকেট। এদিন ২১ রান করার পর আফ্রিদির দখলে ৮,০১৯ রান আর ৩৯৫ উইকেট।