কোহলিদের `কফিনে` শেষ পেরেকটাও পুঁতলেন সেই আফ্রিদিই
ওয়ানডে ক্রিকেটে যখন বাংলাদেশ তাদের সর্বোচ্চ রান করল, তখন হঠাত্ এশিয়া কাপ নিয়ে আলাদা উত্সাহ তৈরি হল ভারতীয়দের। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ৩২৬ রানের ইনিংস গড়ার পর কলকাতা থেকে কটক, দিল্লি থেকে দেরাদুন সব জায়গায় মুখে একটাই প্রশ্ন ফাইনালে ওঠার ব্যাপারে ভারতের সুযোগ আছে তো!
ফাইনাল-শনিবার (৮ মার্চ)-পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
ওয়ানডে ক্রিকেটে যখন বাংলাদেশ তাদের সর্বোচ্চ রান করল, তখন হঠাত্ এশিয়া কাপ নিয়ে আলাদা উত্সাহ তৈরি হল ভারতীয়দের। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ৩২৬ রানের ইনিংস গড়ার পর কলকাতা থেকে কটক, দিল্লি থেকে দেরাদুন সব জায়গায় মুখে একটাই প্রশ্ন ফাইনালে ওঠার ব্যাপারে ভারতের সুযোগ আছে তো!
আসলে আজ বাংলদেশ পাকিস্তানকে হারেতে পারলে বিরাট কোহলিদের কাছে ফাইনালে ওঠার একটা অতি ক্ষীণ আশা ছিল। সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে বোনাস পয়েন্ট সহ জিততে হত, আর শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশে বোনাস পয়েন্ট পেয়ে জিততে হত।
সেই অতি সামান্য একটা আশার প্রদীপও নিভিয়ে দিলেন সেই শাহিদ আফ্রিদি। যে আফ্রিদি রবিবার অতি মানব হয়ে কোহলিদের কফিন পেরেক পুঁতেছিলেন, সেই কফিনেই একবার শেষ পেরেকটাও তিনি পুঁতলেন।
অশ্বিনের শেষ ওভারে পরপর দু বলে দুটো ছয় মেরে বড় ম্যাচে জেতানো আফ্রিদি আজও বুম বুম স্টাইলে মারলেন। ৩২৭ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার আহমেদ শাহজাদের সেঞ্চুরির পরও চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ৩৪ বলে ৫৯ রানের আফ্রিদির ইনিংসটাই সব ব্যবধান গড়ে দিল। `পাশতুন শাহেজাদা` ইনিংসে ছিল ৭টা ওভার বাউন্ডারি, সেখানে বাউন্ডারি মাত্র ২টো। শেষ অবধি রান আউট না হলে আফ্রিদি যে কটা ছয় মারতেন সেটাই জল্পনার বিষয় হয়ে থাকল।
আফ্রিদির একটা ইনিংস মূল্যহীন করে দিল অনেক কিছু। বাংলাদেশী ব্যাটসম্যানদের দুরন্ত ইনিংস, বুধবারের ভারত-আফগান ম্যাচ। সব কিছু অপ্রসাঙ্গিক হয়ে গেল। প্রাসঙ্গিক থাকল শনিবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল। আর বুম বুম আফ্রিদি। যাকে নাকি এশিয়া কাপে দলে নিতে চাননি নির্বাচকরা!