প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন এক বাঙালি!

ফেডারেশনের সংবিধান আর স্পোর্টস কোড অনুযায়ী, ২০২০ সালের পর আর সভাপতি থাকতে পারবেন না প্রফুল প্যাটেল।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Apr 17, 2020, 01:48 PM IST
প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন এক বাঙালি!

নিজস্ব প্রতিবেদন: প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ভারতীয় ফুটবল সংস্থার হট সিটে বসতে চলেছেন বাঙালি ক্রীড়া প্রশাসক। সব ঠিকঠাক চললে আগামী বছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি হচ্ছেন আইএফএ (IFA)চেয়ারম্যান সুব্রত দত্ত।

বর্তমানে এআইএফএফ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত। ফেডারেশনের সংবিধান আর স্পোর্টস কোড অনুযায়ী, ২০২০ সালের পর আর সভাপতি থাকতে পারবেন না প্রফুল প্যাটেল। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পর থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন প্রফুল। সেই সময় এআইএফএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। চলতি বছরেই তাঁর ১২ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

ফেডারেশনের নিয়ম বলছে,
# সভাপতি পদে লড়ার জন্য শেষ ১২ বছরের মধ্যে চার বছর এআইএফএফ-এর কার্যকরী কমিটির সদস্য হতে হবে।
# টানা চার বছর কোনও রাজ্য সংস্থার সচিব কিংবা সভাপতির দায়িত্ব সামলাতে হবে।
# একইসঙ্গে পাঁচটা রাজ্য সংস্থা নাম প্রস্তাব করলেই সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে।

এআইএফএফ সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে এই নির্বাচন হতে পারে। আপাতত সভাপতি পদে লড়াইয়ের সম্ভাবনা নেই! তাই নতুন করে আইনি জটিলতা না হলে বলা যেতেই পারে প্রফুল প্যাটেলের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে বসতে চলেছেন আর এক বাঙালি সুব্রত দত্ত।

 

আরও পড়ুন - শ্রীলঙ্কায় IPL!বিদেশের মাটিতে আইপিএলের প্রস্তাব দিলেন বিরাটদের কোচ কাটিচও

 

.