ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স করার জন্য এই পুরস্কার পেলেন বেঙ্গালুরু অধিনায়ক।
ওয়েব ডেস্ক : পঞ্চমবারের জন্য ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। রবিবার মুম্বাইয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।
AIFF Executive Committee meets in Mumbai #BackTheBluehttps://t.co/92J7GmflTR pic.twitter.com/pz4zM4nxwi
— Indian Football Team (@IndianFootball) July 22, 2018
গত মরশুমের পারফরমেন্সের বিচারে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এর আগেও চারবার বর্ষসেরা হয়ে ছিলেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক।
আরও পড়ুন - দুই প্রধানে খেলতে রবিবার কলকাতায় এলেন আইলিগ জয়ী দুই বিদেশি
২০০৭, ২০১১, ২০১৩ এবং ২০১৪ মরশুমের পর ২০১৭-পঞ্চমবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স করার জন্য এই পুরস্কার পেলেন বেঙ্গালুরু অধিনায়ক। সুনীল ছাড়াও আরও একাধিক ফুটবলার ও রেফারির নাম এদিন ঘোষণা করে ফেডারেশন।
# ২০১৭ বর্ষসেরা ফুটবলার : সুনীল ছেত্রী
# ২০১৭ বর্ষসেরা মহিলা ফুটবলার: কমলা দেবী
# ২০১৭ সেরা প্রতিশ্রুতিবান ফুটবলার : অনিরুদ্ধ থাপা
# ২০১৭ সেরা প্রতিশ্রুতিবান মহিলা ফুটবলার : ই প্যানথই
# ২০১৭ সেরা রেফারি : সিআর শ্রীকৃষ্ণ
# ২০১৭ সেরা সহকারি রেফারি : সুমন্ত দত্ত (অসম)
# ২০১৭ সেরা গ্রাসরুট ডেভলপমেন্ট : কেরালা ফুটবল সংস্থা