বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি সমর্থককে একহাত নিলেন ভারতের আকাশ চোপড়া

বিশ্বকাপে তিনি কোন দলগুলোকে সেমিফাইনালে দেখছেন! তারই বিশ্লেষণ ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন আকাশ চোপড়া। 

Updated By: May 19, 2019, 02:53 PM IST
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি সমর্থককে একহাত নিলেন ভারতের আকাশ চোপড়া

নিজস্ব প্রতিবেদন : কোন চার দল খেলবে বিশ্বকাপ সেমিফাইনাল। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে বেছে দিচ্ছেন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট। ভারত, অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে শেষ চারে দেখছেন কেউ কেউ। কোনও ক্রিকেট তারকা আবার পাকিস্তানকে সেমিফাইনাল খেলার যোগ্য দল হিসাবে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের শেষ চারে খেলে পারে বলে জানায়নি কেউ। যদিও ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া বাংলাদেশের সম্ভাবনা দেখছেন। তিনি সেটাই লিখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতেই তিনি পাকিস্তানি সমর্থকদের রোষের মুখে পড়েন।

আরও পড়ুন-  চারপাশের এত চাপ কী করে সামলান, বলিউড অভিনেত্রীর ছোট্ট ছেলেকে জানিয়ে গেলেন ধোনি

বিশ্বকাপে তিনি কোন দলগুলোকে সেমিফাইনালে দেখছেন! তারই বিশ্লেষণ ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন আকাশ চোপড়া। বাংলাদেশ দলের বেশ প্রশংসাই করেন তিনি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর চতুর্থ দল হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আকাশ চোপড়া। যুক্তি হিসেবে তিনি বলেন, ''২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গত বছর ওরা এশিয়া কাপের ফাইনালে উঠেছে। বাংলাদেশকে কখনওই খাটো করে দেখা উচিত নয়।''

আরও পড়ুন-  এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ, লেখা রয়েছ নাকি বাইবেলে!

পাকিস্তানের বদলে বাংলাদেশকে তিনি বিশ্বকাপের শেষ চারে রেখেছিলেন। এই ব্যাপারটাকেই ভালভাবে নেননি পাকিস্তানি সমর্থকরা। আকাশ চোপড়া খোঁচা দিয়ে মুনিব নামের এক পাকিস্তানি সমর্থক লিখেছেন, ‘হাসি পেল এমন কথা শুনে। বিশ্বকাপের সেমিফাইনালে নাকি খেলবে বাংলাদেশ! হাহাহা।’ এর পরই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জবাব দেন আকাশ চোপড়া। পাক সমর্থককে তিনি পাল্টা লেখেন, ‘আপনাদের মতো কারও বাংলাদেশকে নিয়ে হাসা উচিত নয়। তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। গত এশিয়া কাপেও ফাইনাল খেলেছে। এই দুই টুর্নামেন্টে পাকিস্তান কোথায় শেষ করেছে? সবাইকে সম্মান দেওয়াটা এবার শেখা উচিত। আপনার জন্য ভালোবাসা রইল।’

.