Cristiano Ronaldo Wrestling Controversy: ৯০ মিনিটের যুদ্ধে বিপক্ষের সঙ্গে WWE খেলে ফের বিতর্কে রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিয়ো

কিং ফাহিদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল হিলালের কাছে ০-২ গোলে হেরে যায় আল নাসের। যে ক্লাবকে বিদায় জানিয়ে সৌদির ক্লাবে নাম লিখিয়েছিলেন রোনাল্ডো, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনীর গোলেই হারতে হল আল নাসেরকে। প্রথম ও দ্বিতীয়ার্ধে জোড়া পেনাল্টি থেকে গোল করেন ওডিওন ইঘালো। গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেননি রোনাল্ডোরা।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 19, 2023, 03:43 PM IST
Cristiano Ronaldo Wrestling Controversy: ৯০ মিনিটের যুদ্ধে বিপক্ষের সঙ্গে WWE খেলে ফের বিতর্কে রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিয়ো
বিপক্ষের সঙ্গে WWE খেলে ফের বিতর্কে রোনাল্ডো!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠ কিংবা মাঠের বাইরে সবসময় তিনি খবরের শিরোনামে থাকেন। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার ফের নতুন বিতর্কে নিজেকে জড়িয়ে ফেললেন। এবারও ব্যতিক্রম হল না। সৌদি প্রো লিগের (Saudi Pro League) ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের (Al Hilal FC) কাছে ২-০ ব্যবধানে হারল আল নাসের (Al Nassr FC)। এমন ম্যাচে রেসলিং করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্তুগালের (Portugal) মহাতারকা। 

গোলের একাধিক সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন 'সি আর সেভেন' (CR 7)। বরং মাঠের মধ্যে তাঁকে রেসলিং করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। তখন ম্যাচের বয়স ৫৬ মিনিট। পিছন থেকে গুস্তাভো কুয়েলারর (Gustavo Cuellar) গলা জড়িয়ে তাঁকে হেডে মাঠে নামাতে দেখা যায় পর্তুগিজ স্ট্রাইকারকে। অর্থাৎ একেবারে কুস্তির (Cristiano Ronaldo Wrestling Controversy) কায়দায় বিপক্ষ তারকাকে মাটিতে ফেলে দেন তিনি। আর সেই অপরাধেই রেফারি মাইকেল অলিভার (Michael Oliver) হলুদ কার্ড দেখান রোনাল্ডোকে।

 

আরও পড়ুন: Manchester City: ৪ হাজার কোটি টাকায় এতিহাদে ৪০০ শয্যার বিলাসবহুল হোটেল, জাদুঘর, বানাবে ম্যাঞ্চেস্টার সিটি

আরও পড়ুন: Dani Alves Rape Controversy: 'ধর্ষণ নয়, সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে'! ফের বয়ান বদল করলেন অভিযুক্ত আলভেজ

আল নাসেরের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ১১টি। বিশ্বকাপের আগে পিয়ার্স মরগ্যানকে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরেই 'রেড ডেভিলস' থেকে বিদায় নেন তিনি। এর আগে ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে ফের ম্যান ইউ-তে ফিরে এসেছিলেন রোনাল্ডো। সেখানে বিতর্কের প্রভাব পড়েছিল বিশ্বকাপেও। পর্তুগাল একেবারেই ভালো ফল করতে পারেনি। এমনকি পারফরম্যান্স না করতে পারার জন্য দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে তাঁকে রাখেননি প্রাক্তন কোচ ফের্নান্দো স্যান্টোস। সেটা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। যদিও বিশ্বকাপের শেষ আট থেকে পর্তুগালের বিদায়ের পর মনে করা হয়েছিল, রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ার শেষ। তবে কয়েক সপ্তাহ আগে ইউরো ২০২৪ বাছাইপর্বে ফের পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে একের পর এক গোল করেছেন মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল তাঁর। ১২২টি গোল করে তিনি শীর্ষে। আর তাই এহেন রোনাল্ডো গোল না করলে আলোচনা তো হবেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.