রথের চাকা বসে গেলেও বিশ্বরেকর্ড মর্কেলের

Updated By: Apr 10, 2015, 03:47 PM IST
রথের চাকা বসে গেলেও বিশ্বরেকর্ড মর্কেলের

 

ওয়েব ডেস্ক: শেষ বলে দরকার ছিল ৬ রান। লাইনের মাত্র ৬ ফুট আগে বল মাটি ছুঁয়ে বাউন্ডারি পেরিয়ে যায়। মাত্র ৬ ফুটের জন্য দিল্লি ডেয়ারডেভিলসকে জেতাতে পারেননি অ্যালবি মর্কেল (৫৫ বলে ৭১ রান নটআউট)। ট্র্যাজিক হিরো বনে যাওয়ার ম্যাচে একটা অন্যরকম বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। গোটা বিশ্বে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লনে অ্যালবি মর্কেল।  দিল্লি ডেয়ারডেভিলসের মর্কেল ভাঙলেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ডের রেকর্ড।

মর্কেল খেলে ফেলেছেন ২৬৮টা টি২০ ম্যাচ। মুম্বই ইন্ডিয়ন্সের পোলার্ড খেলছেন ২৬৭টি ম্যাচ। তিন নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (২৬৭টি)। এই তালিকায় প্রথম দশে কোনও ভারতীয়র নাম নেই। কারণ ভারতীয় ক্রিকেটাররা বিদেশের কোনও টি২০ লিগে খেলার ছাড়পত্র পান না। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি২০ খেলার রেকর্ড মহেন্দ্র সিং ধোনির (১৯২), দুই নম্বরে যুগ্মভাবে আছেন রোহিত শর্মা (১৮৭) ও সুরেশ রায়না (১৮৭)।

.