মুখ্যমন্ত্রীর অনুদানকে স্বাগত কলকাতার তিন প্রধান ক্লাবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক কোটি টাকা অনুদানকে স্বাগত জানাচ্ছেন কলকাতার তিন প্রধানের কর্তারা।ক্লাবগুলোর সাহায্যে খোদ রাজ্য সরকারের এগিয়ে আসাকে অভিনব উদ্যোগ হিসাবেই দেখছেন তারা।

Updated By: Oct 10, 2011, 04:09 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক কোটি টাকা অনুদানকে স্বাগত জানাচ্ছেন কলকাতার তিন প্রধানের কর্তারা। ক্লাবগুলোর সাহায্যে খোদ রাজ্য সরকারের এগিয়ে আসাকে অভিনব উদ্যোগ হিসাবেই দেখছেন তারা। রাজ্য সরকারের দেওয়া  টাকা তাঁরা গ্যালারি সংস্কারের কাজে লাগাতে চান বলে জানাচ্ছেন মোহনবাগানের হিসাবরক্ষক দেবাশিস দত্ত। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি, ইস্টবেঙ্গল চায় রাজ্য সরকারের দেওয়া এক কোটি টাকা তরুণ ফুটবলার তুলে আনার কাজে লাগাতে। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাদা-কালো কর্তারাও।

.