কোপায় ব্রাজিল এবার যেটা করল, কোনওদিন তেমনটা হয়নি!

ওয়েব ডেস্ক:  এ কোন ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে দুঙ্গার ব্রাজিলকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। পজিসিভ সুযোগ নেই। ভাল আক্রমন নেই। যেন ঘুমপাড়ানি ফুটবল। নিজের দেশের খেলা দেখে এবার হতাশা প্রকাশ করলেন বিখ্যাত ব্রাজিলীয় মিডফিল্ডার রিভাল্ডো। উনিশশো নিরানব্বই সালে ব্রাজিলের কোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বার্সেলোনার এই প্রাক্তন তারকা। কোপার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। কিন্তু ইকুয়েডর ম্যাচে মাঠে ব্রাজিলের দশ নম্বর জার্সি দেখতে না পেয়ে অবাক হয়ে যান রিভাল্ডো।

নেইমারের অনুপস্থিতিতে কোপায় ব্রাজিলের দশ নম্বর জার্সি পড়ছেন স্যান্টোসের লুকাস লিমা। কিন্তু ইকুয়েডর ম্যাচে প্রথম একাদশই ছিলেন না তিনি। একটা সময় পেলে,জিকো,রোনাল্ডিনহোর মত ফুটবলার ব্রাজিলের দশ নম্বর জার্সি পরে বিশ্বফুটবল দাপিয়েছেন। আর এখন ব্রাজিলের দশ নম্বর জার্সি প্রথম একাদশে সুযোগই পাচ্ছেন না। যা মেনে নিতে পারছেন না রিভাল্ডো। বিখ্যাত এই ফুটবলার মনে করেন লুকাস লিমা বা গানসোর মত ফুটবলারের আরও বেশি করে সুযোগ পাওয়া উচিত। একজন বক্স স্ট্রাইকারের অভাবের সঙ্গে একজন প্লে মেকারকেও ব্রাজিল মিস করছে বলে দাবি রিভাল্ডোর। ফলে গোলের সুযোগও তৈরি হচ্ছে না সেভাবে। সব মিলিয়ে কোপায় ভাল কিছু করতে গেলে দুঙ্গার ব্রাজিলকে অনেক উন্নতি করতে হবে বলে দাবি রিভাল্ডোর।

English Title: 
Amazing brazil in copa America
News Source: 
Home Title: 

কোপায় ব্রাজিল এবার যেটা করল, কোনওদিন তেমনটা হয়নি!

 কোপায় ব্রাজিল এবার যেটা করল, কোনওদিন তেমনটা হয়নি!
Yes
Is Blog?: 
No
Section: