বুদাপেস্টে কুস্তি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে রুপো জয় ভারতের অমিত কুমারের
যাওয়ার সময় বলে গিয়েছিলেন মেডেল নিয়ে ফিরব। কথা রাখলেন। কিন্তু সুশীল কুমারকে ছোঁয়া হল না অমিত কুমারের। বুদাপেস্টে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৫কেজি বিভাগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অমিত কুমারকে। ফাইনালে ইরানের হাসান ফারমান রাহিমির কাছে ২-১ হেরে সোনা হারালেন হরিয়ানার ২০ বছরের এই কুস্তিগির।
যাওয়ার সময় বলে গিয়েছিলেন মেডেল নিয়ে ফিরব। কথা রাখলেন। কিন্তু সুশীল কুমারকে ছোঁয়া হল না অমিত কুমারের। বুদাপেস্টে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৫কেজি বিভাগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অমিত কুমারকে। ফাইনালে ইরানের হাসান ফারমান রাহিমির কাছে ২-১ হেরে সোনা হারালেন হরিয়ানার ২০ বছরের এই কুস্তিগির।
লন্ডন অলিম্পিকে প্রিকোয়ার্টারফাইনালে এই রাহিমিকেই হারিয়ে দিয়েছিলেন অমিত। বুদাপেস্টে ফাইনালের আগে তিনিই ছিলেন ফেভারিট। কিন্তু ফাইনালে আর অতীতের পুনরাবৃত্তি হল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুস্তির মারপ্যাঁচের তুল্যমূল্য বিচারে তাঁকে পরাজিত করলেন ইরানিয়ান।
তবে রুপো জয়ে অমিত কুমারের কৃতিত্ব বিন্দুমাত্র কমছে না। সুশীল কুমার ও রমেশ কুমারের পরে তৃতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে মেডেল জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। মাত্র ২০ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে তাঁর পদক জয় ভবিষ্যতের অনেক মেডেলের প্রতিশ্রুতি এঁকে দিয়ে গেল।