কার্লসেনের বিরুদ্ধে সপ্তম গেমেও ড্র করলেন আনন্দ, বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট ক্রমশই দূরে সরছে ভারতীয় দাবা কিংবদন্তীর কাছ থেকে
সপ্তম গেমেও ড্র করলেন আনন্দ, বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট ক্রমশই ফসকাচ্ছে বিশ্বনাথন আনন্দের। বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে সপ্তম গেমও ড্র করলেন ভারতের গ্র্যান্ডমাস্টার। এর আগে ম্যাগনাস কার্লসনের কাছে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছিল আনন্দকে। সাত ম্যাচের পর আনন্দের পয়েন্ট আড়াই। কার্লসনের পয়েন্ট সাড়ে চার। বিশ্বচ্যাম্পিয়ন হতে আরমাত্র আড়াই পয়েন্ট লাগবে কার্লসনের। আর পাঁচটি গেম বাকি।
সপ্তম গেমেও ড্র করলেন আনন্দ, বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট ক্রমশই ফসকাচ্ছে বিশ্বনাথন আনন্দের। বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে সপ্তম গেমও ড্র করলেন ভারতের গ্র্যান্ডমাস্টার। এর আগে ম্যাগনাস কার্লসনের কাছে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছিল আনন্দকে। সাত ম্যাচের পর আনন্দের পয়েন্ট আড়াই। কার্লসনের পয়েন্ট সাড়ে চার। বিশ্বচ্যাম্পিয়ন হতে আরমাত্র আড়াই পয়েন্ট লাগবে কার্লসনের। আর পাঁচটি গেম বাকি।
প্রথম থেকেই কিছুটা রক্ষণশীল ছিলেন আনন্দ। বিশ্বের এক নম্বর কার্লসেনের কাছে পরপর দুটো গেমে হেরে আনন্দ এখন বেশ কিছুটা ব্যাকফুটে। এখনও পর্যন্ত নরওয়ের কার্লসেনের জোরদার রক্ষণের কাছে বেশ কিছুটা দুর্বলই ঠেকেছে আনন্দকে। বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে আনন্দ তাঁর মুকুট টিকিয়ে রাখতে পারেন কিনা, এখন সেই দিকে তাকিয়ে সারা বিশ্ব।