কুম্বলেই কী কোচ থাকবেন, নাকি পরবর্তন আনবে বোর্ড?

চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় কোচ অনিল কুম্বলের চুক্তি নবীকরণ নিয়ে আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। কুম্বলের কোহলিদের কোচ থাকা প্রায় নিশ্চিত। বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন দলের সব ক্রিকেটারের কাছে গ্রহনযোগ্যতার পাশাপাশি সাফল্যের নিরিখে কুম্বলেকে  ছাড়া অন্য কেউ ভাবনা নেই ভারতীয় বোর্ড কর্তাদের। সেই ব্যাপারে সবুজসংকেত দিয়েও দিয়েছে  বোর্ডের কমিটিও। তবে সবকিছু নির্ভর করছে কোচ এবং বোর্ডের প্রশাসনিক কমিটির  সঙ্গে আলোচনার  উপর। চুক্তি অনুযায়ী অনিল কুম্বল সহ ব্যাটিং কোচ সজ্ঞয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। 

Updated By: May 11, 2017, 11:26 PM IST
কুম্বলেই কী কোচ থাকবেন, নাকি পরবর্তন আনবে বোর্ড?

ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় কোচ অনিল কুম্বলের চুক্তি নবীকরণ নিয়ে আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। কুম্বলের কোহলিদের কোচ থাকা প্রায় নিশ্চিত। বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন দলের সব ক্রিকেটারের কাছে গ্রহনযোগ্যতার পাশাপাশি সাফল্যের নিরিখে কুম্বলেকে  ছাড়া অন্য কেউ ভাবনা নেই ভারতীয় বোর্ড কর্তাদের। সেই ব্যাপারে সবুজসংকেত দিয়েও দিয়েছে  বোর্ডের কমিটিও। তবে সবকিছু নির্ভর করছে কোচ এবং বোর্ডের প্রশাসনিক কমিটির  সঙ্গে আলোচনার  উপর। চুক্তি অনুযায়ী অনিল কুম্বল সহ ব্যাটিং কোচ সজ্ঞয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। 

কুম্বলের কোচিংয়ে কোহলিদের সাফল্যের পরিসংখ্যান- 

কুম্বলের প্রশিক্ষনে ১৭ টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। জিতেছে ১২টি টেস্ট। পরপর পাঁচটি টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহলিরা। সূত্রের  খবর অনিল কুম্বলেও চাইছেন কোহলিদের সাথে জড়িয়ে থাকতে। 

.