আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাচ্ছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর
লোধা- বিসিসিআই বিতর্ক অব্যাহত। লোধার গুঁতোয় বেশ ব্যাকফুটে বিসিসিআই। কিন্তু ডিফেন্স নয়. তাতেও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাচ্ছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। রবিবার সোজা চলে এলেন ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট দেখতে। খেলা দেখার পর ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ডেকে উত্সাহিতও করলেন। মাঠে অনুরাগের উপস্থিতিতে ভারত-নিউজিল্যান্ডের ক্রিকেটারদের হাতে দেশের মাটিতে ভারতের দুশো পঞ্চাশ টেস্টের রুপোর স্মারক কয়েন তুলে দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় দলকে নিয়ে ইডেনে স্বচ্ছ ভারত অভিযানেও অংশ নেন অনুরাগ।
ওয়েব ডেস্ক: লোধা- বিসিসিআই বিতর্ক অব্যাহত। লোধার গুঁতোয় বেশ ব্যাকফুটে বিসিসিআই। কিন্তু ডিফেন্স নয়. তাতেও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাচ্ছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। রবিবার সোজা চলে এলেন ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট দেখতে। খেলা দেখার পর ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ডেকে উত্সাহিতও করলেন। মাঠে অনুরাগের উপস্থিতিতে ভারত-নিউজিল্যান্ডের ক্রিকেটারদের হাতে দেশের মাটিতে ভারতের দুশো পঞ্চাশ টেস্টের রুপোর স্মারক কয়েন তুলে দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় দলকে নিয়ে ইডেনে স্বচ্ছ ভারত অভিযানেও অংশ নেন অনুরাগ।
আরও পড়ুন তৃতীয় আইএসএলের শুরুটা ভাল হল না প্রথমবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দি কলকাতার
বোর্ড সভাপতির সঙ্গে বি-ব্লকের গ্যালারিতে ঝাঁট দেওয়ায় অংশ নেন অধিনায়ক বিরাট কোহলি। ছিলেন অজিঙ্কা রাহানে,চেতেশ্বর পূজারারা। ইডেনে বৃক্ষরোপনও করেন অনুরাগ ঠাকুররা। সোমবার সকালে বোর্ড সভাপতি ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন।