বুধবার সকালে কোপার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে সারপ্রাইজ প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্র

বুধবার সকালে শতবর্ষের কোপার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে সারপ্রাইজ প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্র। হিউস্টনে দশর্ক সমর্থনকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার চ্যালেঞ্জ সামলাতে নামছে জুর্গেন ক্লিন্সম্যানের দল। কোচিং কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জের সামনে জার্মান কিংবদন্তী ক্লিন্সম্যান। ধারে ভারে বেশ কিছুটা এগিয়ে মারাদোনার দেশ। চলতি কোপায় চোদ্দটি গোল করেছে মার্টিনহো ব্রিগেড। মেসি ছাড়াও গোল পেয়েছেন হিগুয়েন, ডি মারিয়ারা। চোটের জন্য শেষচারের দ্বৈরথে ডিমারিয়া অনিশ্চিত হলেও নীলসাদা জার্সিধরীদের শক্তি তাতে খুব একটা কমছে না। আর্জেন্টিনার ছন্দময় ফুটবল নজর কেড়েছে ফুটবল দুনিয়ায়।

Updated By: Jun 21, 2016, 04:37 PM IST
বুধবার সকালে কোপার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে সারপ্রাইজ প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়েব ডেস্ক: বুধবার সকালে শতবর্ষের কোপার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে সারপ্রাইজ প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্র। হিউস্টনে দশর্ক সমর্থনকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার চ্যালেঞ্জ সামলাতে নামছে জুর্গেন ক্লিন্সম্যানের দল। কোচিং কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জের সামনে জার্মান কিংবদন্তী ক্লিন্সম্যান। ধারে ভারে বেশ কিছুটা এগিয়ে মারাদোনার দেশ। চলতি কোপায় চোদ্দটি গোল করেছে মার্টিনহো ব্রিগেড। মেসি ছাড়াও গোল পেয়েছেন হিগুয়েন, ডি মারিয়ারা। চোটের জন্য শেষচারের দ্বৈরথে ডিমারিয়া অনিশ্চিত হলেও নীলসাদা জার্সিধরীদের শক্তি তাতে খুব একটা কমছে না। আর্জেন্টিনার ছন্দময় ফুটবল নজর কেড়েছে ফুটবল দুনিয়ায়।

ফর্মে থাকা মেসিদের সামলাতে নিজের দলের ফুটবলারদের পেপটক দিচ্ছেন ক্লিন্সম্যান। কার্ড সমস্যায় প্রথম একাদশের তিন ফুটবলার জার্মেইন জোন্স,বেদোয়া ও ববি উডসকে পাচ্ছে না মার্কিন বাহিনী। পরিবর্ত খুঁজতে সময় যাচ্ছে ক্লিন্সম্যানের। বিশ্বকাপ ও কোপা মিলিয়ে শেষ দুটো বড় টুর্নামেন্টে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আরও একটা ফাইনালে ওঠার হাতছানি মেসিদের সামনে।

.