প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের হাতে মার খেয়ে প্রাণ হারালেন আর্জেন্টেনিয় ফুটবলার
প্রতিপক্ষ দলের এক ফুটবলার ও সমর্থকের হাতে মার খেয়ে প্রাণ হারালেন আর্জেন্টিনার এক ফুটবলার। আর্জেন্টিনার তৃতীয় ডিভিশনের ম্যাচে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি।
ব্যুরো: প্রতিপক্ষ দলের এক ফুটবলার ও সমর্থকের হাতে মার খেয়ে প্রাণ হারালেন আর্জেন্টিনার এক ফুটবলার। আর্জেন্টিনার তৃতীয় ডিভিশনের ম্যাচে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি।
মেসির দেশে তিরো ফেডেরাল বনাম চাচারিতা ম্যাচে দুদলের ফুটবলার বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। ম্যাচ শেষে তিরোর অধিনায়ক ফ্রাঙ্কো নেইটোকে বিপক্ষ দলের ফুটবলার, সহকারী কোচ ও একদল দুস্কৃতীর হামলার সামনে পড়তে হয়।
চারদিক দিয়ে আক্রমণ হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করেন ফ্রাঙ্কো। গুরুতর অবস্থায় এরপর এই ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মারা যান ফ্রাঙ্কো। চলতি বছরে আর্জেন্টিনায় ইতিমধ্যেই মাঠের সংঘর্ষে মৃত্যু হয়েছে পনেরোজনের।