ডোপিংয়ে ফাঁসলেন আর্মস্ট্রং

ডোপিংয়ের অভিযোগে কেড়ে নেওয়া হবে কিংবদন্তী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের যাবতীয় খেতাব। মার্কিন অ্যান্টি ডোপিং এজেন্সি ইউএসডিএ-র এই ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে।

Updated By: Aug 24, 2012, 02:40 PM IST

ডোপিংয়ের অভিযোগে কেড়ে নেওয়া হবে কিংবদন্তী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের যাবতীয় খেতাব। মার্কিন অ্যান্টি ডোপিং এজেন্সি ইউএসডিএ-র এই ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে।
সাত সাত বার ত্যুর দ্য ফ্রাঁন্সের  খেতাব নিজের দখলে রেখেছিলেন আর্মস্ট্রং। এমনকী দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই জিতে এসে সাইকেলিংয়ের দুনিয়ার সেরার শিরোপা জিতে সকলকে চমকে দিয়েছেন তিনি। তবে এবারে আর ডোপিংয়ের অভিযোগ নিয়ে তিনি লড়াইয়ে যেতে রাজি নন।  ইউএসডিএ-র শাস্তি ঘোষণার আগেই সে কথা জানিয়ে দেন আর্মস্ট্রং। তাঁর দাবি ত্যুর দ্য ফ্রাঁন্সের  খেতাব কেড়ে নেওয়ার কোনও অধিকারই নেই মার্কিন ওই অ্যান্টি ডোপিং সংস্থার। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সাইকেলিং সংস্থা শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

.