Ashes 2021-22: জানুন সবিস্তারে Full Schedule, Squad And Venues, Broadcast Details

বাইশ গজের ঐতিহ্যবাহী মহারণে ফের মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

Updated By: Dec 7, 2021, 03:07 PM IST
Ashes 2021-22: জানুন সবিস্তারে Full Schedule, Squad And Venues, Broadcast Details

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের ডাই-হার্ড ফ্যানরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন যে সিরিজের জন্য, তার নাম নিঃসন্দেহে অ্যাশেজ (Ashes 2021-22) । বাইশ গজের ঐতিহ্যবাহী মহারণে ফের মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia and England)। এবার অজিভূমেই হবে অ্যাশেজ। এই ট্রফি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। অ্যাশেজের পাঁচটি টেস্টই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের  (ICC World Test Championship 2021-23) অন্তর্গত। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে অ্য়াশেজ। প্রথম টেস্ট ব্রিসবেনের বিখ্যাত গাবায়। এই প্রতিবেদনে রইল অ্যাশেজের পূর্ণ সূচি, দল, ভেন্যু সম্প্রচারের বিস্তারিত তথ্য।

অ্যাশেজ (Ashes 2021-22) পুরো সূচি:

প্রথম টেস্ট:  ডিসেম্বর ৮-১২, গাবা, ব্রিসবেন
দ্বিতীয় টেস্ট: ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (দিন-রাতের গোলাপি বলের টেস্ট)
তৃতীয় টেস্ট:  ডিসেম্বর ২৬-৩০, এমসিজি, মেলবোর্ন
চতুর্থ টেস্ট:   জানুয়ারি ৫-৯, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি

অ্যাশেজে (Ashes 2021-22) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দল:

অস্ট্রেলিয়া (Australia):প্যাট কামিন্স (Pat Cummins (C), স্টিভ স্মিথ (Steve Smith), অ্যালেক্স ক্যারে (Alex Carey (WK), ক্যামেরন গ্রিন (Cameron Green), জোশ হ্যাজেলউড (Josh Hazlewood), মার্কাস হ্যারিস (Marcus Harris), ট্র্যাভিস হেড (Travis Head), উসমান খোয়াজা (Usman Khawaja), মার্নাস লাবুশানে (Marnus Labuschagne), ন্যাথাল লিঁয় (Nathan Lyon), মাইকেল নেসার (Michael Neser), জাই রিচার্ডসন (Jhye Richardson), মিচেনল স্টার্ক (Mitchell Starc), মিচেল সোয়েপসন (Mitchell Swepson) ও ডেভিড ওয়ার্নার (David Warner)

আরও পড়ুন: South Africa's Test squad vs India: ২১ সদস্যের শক্তিশালী দল ঘোষণা প্রোটিয়াদের

ইংল্যান্ড (England): জো রুট (Joe Root (C), জেমস অ্যান্ডারসন (James Anderson), জনি বেয়ারস্টো (Jonathan Bairstow), ডম বেস (Dom Bess), স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), ররি বার্নস (Rory Burns), জস বাটলার (Jos Buttler), জ্যাক ক্রলে (Zak Crawley), হাসিব হামিদ (Haseeb Hameed), ড্যান লরেন্স (Dan Lawrence), জ্যাক লিচ (Jack Leach), দাভিদ মালান (Dawid Malan), ক্রেইগ ওভার্টন (Craig Overton), অলি পোপ (Ollie Pope), অলি রবিনসন (Ollie Robinson), বেন স্টোকস (Ben Stokes), ক্রিস ওকস (Chris Woakes) ও মার্ক উড (Mark Wood)

অ্যাশেজে (Ashes 2021-22) সম্প্রচারকারী চ্যানেল ও অ্যাপ:
 
অ্যাশেজের (Ashes 2021-22) সম্প্রচার স্বত্ব নিয়েছে Sony Sports Network। ভারতে প্রতিটি ম্যাচই লাইভ সম্প্রচার করবে Sony Sports channels। মোবাইল ও কম্পিউটারে SonyLIV অ্যাপে দেখা খেলা। প্রথম টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে, দ্বিতীয় টেস্ট শুরু সকাল ৯টা ৩০ মিনিটে, তৃতীয় এবং চতুর্থ টেস্ট শুরু সকাল ৫টা থেকে। পঞ্চম তথা শেষ টেস্টের সময় এখনও জানা যায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.