বেঙ্গালুরু টেস্টে ভারতকে এগিয়ে রাখলেন অশ্বিন
বেঙ্গালুরু টেস্ট জমিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকার পর নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেলেন অশ্বিন (৫/৬৯)। সব মিলিয়ে নিউজিল্যান্ড এখন ২৪৪ রানে এগিয়ে রয়েছে, কিউইদের হাতে আর এক উইকেট।
নিউজিল্যান্ড: ৩৬৫, ২৩২/৯। ভারত: ৩৫৩
বেঙ্গালুরু টেস্ট জমিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকার পর নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেলেন অশ্বিন (৫/৬৯)। সব মিলিয়ে নিউজিল্যান্ড এখন ২৪৪ রানে এগিয়ে রয়েছে, কিউইদের হাতে আর এক উইকেট।
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টর তৃতীয় দিনটা ঘটল অনেক কিছু। কোহলি শতরান করলেন, ধোনি করলেন অর্ধশতরান, তবু ভারত পিছিয়ে থাকল, সাউদি নিলেন সাত উইকেট। এরপর উমেশ যাদব দ্বিতীয় ইনিংসের শুরুতেই কিউইদের জোড়া ধাক্কা দিলেন। তারপর অশ্বিন ম্যাজিক দেখিয়ে তুলে নিলেন পাঁচটা উইকেট। আর এতেই তৃতীয় দিনের শেষে বলাই যায় `অ্যাডভান্টেজ ইন্ডিয়া`।
এটা ঠিক যে চতুর্থ দিনের পিচে ভারতীয়দের ব্যাট করতে হবে, তবু ভারতীয়দের শক্তিশালী ব্যাটিংলাইন আপের জন্য ধোনিদের এগিয়ে রাখতে হচ্ছে।
তৃতীয় দিনের শেষে ম্যাচের হিরো অনেক। টেলর, ওঝা, কোহলি, সাউদি, অশ্বিন। কত নাম। কিন্তু আসল হিরো পিচ। যে পিচে ব্যাটসম্যানরা রান পাচ্ছেন, পেসাররা ফুল ফোটাচ্ছেন, স্পিনাররা জাদু দেখাচ্ছেন। কুম্বলের চিন্নাস্বামী সত্যি স্পোর্টিং পিচ, তা ধোনি যতই কাঁদুনি গান না কেন!