ISL চ্যাম্পিয়ন ATK,আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান; গাঁটছড়া বাঁধায় এএফসি কাপে কী হবে?
ফেডারেশন সূত্রের খবর নতুন মরশুম শুরুর আগে এটিকে মোহনবাগানের কাছে জানতে চাওয়া হবে, তারা কোথায় খেলতে চায়?
নিজস্ব প্রতিবেদন : আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের গ্রুপ লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলা নিশ্চিত করেছে এটিকে। অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মোহনবাগান সরাসরি খেলতে পারবে এএফসি কাপের গ্রুপ লিগে। গাঁটছড়া বাঁধায় আগামী মরশুমে দুটো দল (মোহনবাগান-এটিকে) একসঙ্গে আইএসএলে খেলবে। প্রশ্ন উঠছে তাহলে নতুন মরশুমে এএফসি কাপের কোন পর্যায়ে খেলবে এটিকে মোহনবাগান?
ফেডারেশন সূত্রের খবর নতুন মরশুম শুরুর আগে এটিকে মোহনবাগানের কাছে জানতে চাওয়া হবে, তারা কোথায় খেলতে চায়? ধরেই নেওয়া হচ্ছে যে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি কাপের গ্রুপ পর্যায়ে সরাসরি খেলার সুযোগ পাওয়া মোহনবাগানের কৃতিত্ব নিয়েই খেলবে এটিকে মোহনবাগান।
আর সেটা যদি হয় তাহলে, এএফসি কাপে তৃতীয় স্লট অর্থ্যাত এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ড খেলবে চেন্নাইন এফ সি। আর এটিকে মোহনবাগান যদি কোয়ালিফাইং রাউন্ড খেলে তাহলে এএফসি তৃতীয় স্লট পাবে আই লিগের রানার্স দল।
আরও পড়ুন - করোনা সচেতনতায় ভিডিয়ো বার্তা, কী বললেন হিটম্যান