ক্যাপ্টেন লুইস গার্সিয়াকে ছেঁটে ফেলল অ্যাটলেটিকো দি কলকাতা
মার্কি ফুটবলার লুই গার্সিয়াকে পাকাপাকিভাবে ছেঁটে ফেলতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। প্রাথমিকভাবে কলকাতা দল বিদেশিদের যে তালিকা জমা দিয়েছে,তাতে নাম নেই অ্যাটলেটিকো অধিনায়কের। অ্যাটলেটিকো সূত্রের খবর আগামী মরসুমে লিভারপুলের প্রাক্তন এই ফুটবলারের কলকাতায় আসার কোনও সম্ভাবনাই নেই। দিল্লি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি গার্সিয়া। পরের দিকে ফিট হয়ে মাঠে ফিরলেও নিয়মিতভাবে প্রথম একাদশে সুযোগও পেতেন না স্পেনের এই তারকা ফুটবলার। তাছাড়া বয়সও হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলারের। সব মিলিয়েই গার্সিয়াকে পাকাপাকিভাবে ছাঁটাই করে ফেলল এটিকে। আগামী মরসুমের জন্য তাঁকে যে আর রাখা হচ্ছে না সেটা লুই গার্সিয়াকে জানিয়েও দেওয়া হয়েছে। গোটা ব্যাপারটাকে পেশাদারভাবেই নিয়েছেন তিনি। জুন মাস নাগাদ কলকাতা দলের জন্য নতুন মার্কি ফুটবলার ঠিক করতে চায় অ্যাটলেটিকো দি কলকাতা।
ওয়েব ডেস্ক:মার্কি ফুটবলার লুই গার্সিয়াকে পাকাপাকিভাবে ছেঁটে ফেলতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। প্রাথমিকভাবে কলকাতা দল বিদেশিদের যে তালিকা জমা দিয়েছে,তাতে নাম নেই অ্যাটলেটিকো অধিনায়কের। অ্যাটলেটিকো সূত্রের খবর আগামী মরসুমে লিভারপুলের প্রাক্তন এই ফুটবলারের কলকাতায় আসার কোনও সম্ভাবনাই নেই। দিল্লি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি গার্সিয়া। পরের দিকে ফিট হয়ে মাঠে ফিরলেও নিয়মিতভাবে প্রথম একাদশে সুযোগও পেতেন না স্পেনের এই তারকা ফুটবলার। তাছাড়া বয়সও হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলারের। সব মিলিয়েই গার্সিয়াকে পাকাপাকিভাবে ছাঁটাই করে ফেলল এটিকে। আগামী মরসুমের জন্য তাঁকে যে আর রাখা হচ্ছে না সেটা লুই গার্সিয়াকে জানিয়েও দেওয়া হয়েছে। গোটা ব্যাপারটাকে পেশাদারভাবেই নিয়েছেন তিনি। জুন মাস নাগাদ কলকাতা দলের জন্য নতুন মার্কি ফুটবলার ঠিক করতে চায় অ্যাটলেটিকো দি কলকাতা।
অ্যাটলেটিকো দি কলকাতা দলের কোচ থাকবেন হাবাস। দলে আছেন তারকা স্ট্রাইকার ফিকরু।